Mandir Bazar Shootout: মন্দিরবাজারে শ্যুটআউট, গুলিবিদ্ধ BJP সমর্থক, বোমার আঘাতে আহত একাধিক
Mandir Bazar TMC BJP Clash : লোকসভা ভোটের আগে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত মন্দিরবাজার। বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
দক্ষিণ ২৪ পরগনা: মন্দিরবাজারে শ্যুটআউট, গুলিবিদ্ধ বিজেপি সমর্থক (BJP Supporter)। লোকসভা ভোটের আগে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত মন্দিরবাজার। বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
দোরগড়ায় লোকসভা নির্বাচন। আর তার আগেই ফের রাজ্যের জেলায় জেলায় হিংসার খবর প্রকাশ্যে। সন্দেশখালি তো বটেই, তবে এবার ফের বোমা উদ্ধার শুরু হয়েছে জেলায় জেলায়। তার মাঝে শ্যুটআউটের ঘটনা ফের সামনে এসেছে। এবার উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার। গুলিবিদ্ধ বিজেপি সমর্থকের নাম সাইরাজ মোল্লা। বোমার আঘাতে আহত বেশ কয়েকজন। কয়েকজনকে আটক করা হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।
সদ্য উত্তর ২৪ পরগনার গুমাতে তৃণমূলের উপপ্রধানকে গুলি করে 'খুন'-র খবর প্রকাশ্য়ে এসেছিল। গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাসকে গুলি করে 'খুন'- র অভিযোগ। জন্মদিনের পার্টি চলাকালীন বচসার জেরে গুলি করা হয় বলে স্থানীয় সূত্রে খবর। এই ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে অভিযুক্ত গৌতম দাসের সঙ্গে বিজন দাসের পুরনো শত্রুতা ছিল।মৃত বিজন দাস গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। পাল্টা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত গৌতম দাস জমি কেনাবেচার সিন্ডিকেটে যুক্ত। ২০১৮-য় ধর্ষণ-মামলায় গ্রেফতারও হন। অনৈতিক কাজের প্রতিবাদ করায় তাঁর সঙ্গে তৃণমূল উপপ্রধানের শত্রুতা ছিল।
সম্প্রতি লোকসভা ভোটের মুখে ফের উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের রানিনগর। এবার এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম হয়েছেন এক তৃণমূল কর্মী। যদিও, খুনের অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। দু পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে দাবি পুলিশ সূত্রে।
আরও পড়ুন, ফেরাতে পারলেন না অনুরোধ, হস্তশিল্প মেলায় গান গাইলেন জেলাশাসক
সালারের পর রানিনগর। লোকসভা ভোটের মুখে এক সপ্তাহের মাথায় ফের খুন মুর্শিদাবাদে। এবার কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।সংঘর্ষে জখম হলেন এক তৃণমূল কর্মী।মঙ্গলবার বিকেল থেকেই কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষে তপ্ত হয়ে ওঠে রানিনগরের নজরানা গ্রাম ।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)