Manik Bhattacharya : দেখানো হল জুতো, ব্যাঙ্কশাল কোর্টে মানিক ভট্টাচার্যকে চোর চোর স্লোগান
Scam : আইনজীবীর পোশাকে হাজির বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালও বলেন, 'চোরের জন্য এত নিরাপত্তা। মানুষের হাতে একবার ছেড়ে দিয়ে দেখুন, ইনসাফ হয়ে যাবে।'
আবির দত্ত, কলকাতা : ব্যাঙ্কশাল কোর্টে মানিক ভট্টাচার্যকে ঘিরে নজিরবিহীন বিক্ষোভ। ‘চোর চোর’ স্লোগান। জুতো দেখানো হল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে। গতকাল সিজিও কমপ্লেক্সে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্যকে। রাতভর জিজ্ঞাসাবাদের পর গ্রেফতারের পর জোকা ইএসআইয়ে স্বাস্থ্য পরীক্ষার পর মানিককে আদালতে পেশ করা হয়। বয়ানে অসঙ্গতি ও তদন্তে সহযোগিতা না করার অভিযোগ মানিকের বিরুদ্ধে, খবর ইডি (ED) সূত্রে।
তাঁকে আদালতে পেশের সময় তৈরি হয় নজিরবিহীন পরিস্থিতি। ব্যাঙ্কশাল আদালত চত্বরেই হাতে জুতো নিয়ে চোর চোর স্লোগান ওঠে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। যে বিক্ষোভ বিজেপির পক্ষ থেকে দেখানো হয়েছে বলে দাবি করেন সেখানে হাজির গেরুয়া শিবিরের নেতা সজল ঘোষ। আইনজীবীর পোশাকে হাজির বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালও বলেন, 'চোরের জন্য এত নিরাপত্তা। মানুষের হাতে একবার ছেড়ে দিয়ে দেখুন, ইনসাফ হয়ে যাবে।'
কেন মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হল ?
ইডির তরফে দাবি করা হচ্ছে, তথ্যপ্রমাণ দেখানোর পরেও তিনি বিভ্রান্ত করছিলেন। তথ্য গোপন করার চেষ্টা করছিলেন। তার পরেই তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, গতরাতে মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) গ্রেফতারির পর তাঁর ছেলেকে ফোন করা হয়।
তাই ইডি-র তরফ সিদ্ধান্ত নেওয়া হয়, যেহেতু রক্ষাকবচ শুধুমাত্র সিবিআইয়ের মামলায় রয়েছে, তাই ইডি মামলায় তাঁকে গ্রেফতার করায় কোনও বাধা নেই।
ইডি জানিয়েছে, তারা তদন্ত করতে গিয়ে জানতে পেরেছে মানিক ভট্টাচার্যের নির্দেশে মার্কশিটে পরিবর্তন করা হয়েছিল এবং ওএমআর শিটের কথা বলা হচ্ছে। সেই ব্যাপারেও তিনি পুরোটাই জানতেন। মানিক ভট্টাচার্যর কোথায় কী রয়েছে তা জানতে চাইছে ইডি।
এর আগে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জড়িত থাকার প্রসঙ্গ ব্যাখ্যা করতে গিয়ে ছত্রে ছত্রে মানিক ভট্টাচার্যের যোগসূত্রের কথা বলেছে ED। চার্জশিটে বলা হয়, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে পার্থ চট্টোপাধ্যায়কে মেসেজ করেন তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি। সেখানে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বেসরকারি বি এড কলেজ থেকে টাকা তোলা, হুমকি দেওয়া, ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের উল্লেখ ছাড়া নদিয়ার TET’এর মাস্টার শিট চেয়ে চেয়ারম্যানকে চাপ দেওয়ার মতো গুরুতর অভিযোগ তোলা হয়। চার্জশিটে আরও বলা হয়েছে, মানিকের বিরুদ্ধে পদক্ষেপ করার বদলে তাঁকেই অভিযোগ সম্বলিত মেসেজটি পাঠান প্রাক্তন শিক্ষামন্ত্রী। CBI ও ED দু’ই কেন্দ্রীয় সংস্থাই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছে। লুক আউট নোটিসও জারি করে সিবিআই।
আরও পড়ুন- 'অনেক দেরি হয়ে গেল, অনেক তথ্য হাপিস করেছেন' মানিক গ্রেফতারিতে আক্রমণ সুজনের