(Source: ECI/ABP News/ABP Majha)
Mid Day Meal Scam: 'টাকা নয়ছয় করছেন প্রধান শিক্ষক', মিড ডে মিল নিয়ে বিস্ফোরক অভিযোগ পূর্ব মেদিনীপুরে
Midnapore Mid Day Meal Scam: খাবারে ইদুর, টিকিটিকি, আরশোলা উদ্ধারের ঘটনাতেই থেমে নেই, প্রকাশ্যে নয়া বিতর্ক। বিস্ফোরক অভিযোগ এবার 'প্রধান শিক্ষক' এর বিরুদ্ধে..
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: এবার খাবারে ইদুর, টিকিটিকি, আরশোলা উদ্ধারের ঘটনাতেই থেমে নেই, প্রকাশ্যে নয়া বিতর্ক। মিড ডে মিলে দুর্নীতির অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের মহম্মদপুর শিবনারায়ণ শিক্ষায়তনে বিক্ষোভ ডেপুটেশন স্থানীয় বাসিন্দা সহ অভিভাবকদের। বিদ্যালয়ে যে পরিমাণ ছাত্র ছাত্রী, তাঁর থেকে মিড ডে মিল খায় অনেক কম ছাত্র ছাত্রী। ফলে 'বিপুল অঙ্কের টাকা নয়ছয় করছেন প্রধান শিক্ষক', এমনই অভিযোগ বিক্ষোভকারীদের।পাশাপাশি ছাত্র-ছাত্রীর ভর্তির নামে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ।
প্রসঙ্গত, মিড-ডে মিলের সাপ পাওয়ার পর সম্প্রতি বীরভূমের (Birbhum) অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে মিলেছে ইঁদুর (Rat)। যখন পড়ুয়াদের খাবার দেওয়া শুরু হয় তখন দেখা যায় খিচুড়িতে মৃত ইঁদুর পড়ে রয়েছে। যা ঘিরে চাঞ্চল্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।ঘটনাটি ঘটেছিল বীরভূমের নলহাটি থানার কুরুমগ্রাম মোহিত পাড়া একটি কেন্দ্রে। এই ঘটনায় এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল।
মিড ডে মিল প্রকল্পের (Midday Meal Project) হাল হকিকত খতিয়ে দেখতে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, ৮ দিনে ৮ জেলায় ঘুরেছিলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা (Central Team)। সঙ্গে ছিলেন রাজ্য সরকারের আধিকারিকরা। পরিদর্শনের পর ফের বিকাশ ভবনে বৈঠক করেছিলেন জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধিরা। এরপর বিকাশ ভবনে বৈঠক সেরেছিলেন জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধিরা।
রাজ্যে মিড ডে মিল নিয়ে সামনে এসেছিল একাধিক অভিযোগ। কোথাও মিড ডে মিলের মধ্য়ে মিলেছে সাপ। কোথাও ড্রামে পাওয়া গেছে মরা ইঁদুর। কোথাও খিচুড়ির মধ্য়ে টিকটিকি মেলার অভিযোগ। আর ঠিক এই প্রেক্ষাপটেই মিড ডে মিলের বাস্তবায়ন খতিয়ে দেখতে ২৯ জানুয়ারি রাজ্য়ে এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল।
মিড মিলের সুবিধা কারা পাচ্ছে ? রাজ্য সরকার স্কুলগুলিকে কীভাবে টাকা পাঠাচ্ছে ? যে টাকা স্কুলগুলিতে বরাদ্দ হচ্ছে, তা কতটা কার্যকরী হচ্ছে ? মিড ডে মিলের পরিকাঠামো কেমন ? রান্নাঘরের কী অবস্থা ? ছাত্র-ছাত্রীরা পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে কি না ? খাবার পরীক্ষা হয় কিনা ? বছরের শুরুতে ৮ দিনে ৮ জেলার ৩০টি স্কুলে রাজ্য় সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে, তারা খতিয়ে দেখেছিলেন। মিড মিলের ইস্যুতে দিলীপ ঘোষ বলেছিলেন, 'যুগ যুগ থেকে মিড মিলের টাকা লুঠ হয়েছে। পড়ুয়ার সংখ্যা কেন্দ্রকে যা দেখানো হয়, তার থেকে কম পড়ুয়া মিড ডে মিল-র সুবিধা পায়।'
আরও পড়ুন, 'পিছন থেকে মমতার ছবিটা সরে গেলে, হ্যাঙ্গারে জামা', বিস্ফোরক সব্যসাচী দত্ত
সম্প্রতি, কেন্দ্রীয় দলের অনুসন্ধানে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছিল।রাজ্যে মিড মিলের খতিয়ান দেখার দিনেই চন্দ্রকোণায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের খিঁচুড়িতে মিলেছিল আরশোলা। এমনই অভিযোগ ধামকুড়িয়ার এক বাসিন্দার। বাড়িতে গিয়ে টিফিন বক্সে নেওয়া মিড ডে মিলের খিচুড়িতে আরশোলা পড়ে থাকার অভিযোগ উঠেছিল। খবর দেওয়া হয়েছিল ধামকুড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, বাকি শিশুদের খাবার খেতে নিষেধ। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসেছিলেন চন্দ্রকোণা ২ নং ব্লকের জয়েন্ট বিডিও।