Murshidabad News: রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগে ধুন্ধুমার মুর্শিদাবাদে, চাপে পড়ে দুর্নীতির কথা স্বীকার রেশন ডিলারের
উত্তর ২৪ পরগনার বাগদার কনিয়াড়া এলাকায় রেশন ডিলারের ছেলেকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।
সমীরণ পাল ও রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রাজ্যে রেশন দুর্নীতির (Ration Scam) তদন্ত চলাকালীনই উত্তর ২৪ পরগনা (North 24 Pargana) ও মুর্শিদাবাদে (Murshidabad) রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ ঘিরে ধুন্ধুমার। গ্রামবাসীদের চাপে বাগদায় রেশন দুর্নীতির কথা স্বীকার করেছেন রেশন ডিলার। সিল করা হল রেশন দোকান। অন্য দিকে, রেজিনগরে রেশন-বিক্ষোভের ঘটনায় দুর্নীতির অভিযোগ মানতে নারাজ রেশন ডিলার।
রেশন-ক্ষোভে দোকান সিল, রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ। রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য (West bengal)। গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী! নদিয়ার তাহেরপুরে রেশনের প্যাকেটজাত আটা খোলা বাজারে পাচারের আগেই রুখে দিয়েছেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে কম পরিমাণে রেশনের (Ration Scam) সামগ্রী দেওয়ার অভিযোগ উঠল দুই জেলায়।
উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বাগদার (Bagda) কনিয়াড়া এলাকায় রেশন ডিলারের ছেলেকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। গ্রাহকদের অভিযোগ, রেশন ডিলার নিবেদিতা সাধু দীর্ঘদিন ধরেই রেশনের চাল, গম কম পরিমাণে দিচ্ছেন।
চাপের মুখে ভুল স্বীকার রেশন ডিলারের (Ration Dealer)। খবর পেয়ে তড়িঘড়ি এই গ্রামে যান খাদ্য দফতরের আধিকারিক। রেশন দোকান সিল করে দেওয়া হয়।
মুর্শিদাবাদের (Murshidabad) রেজিনগরেও (Rejinagar) রেশন-দুর্নীতির অভিযোগ উঠল ডিলারের বিরুদ্ধে। নির্দিষ্ট পরিমাণের থেকে কম পরিমাণে চাল, গম দেওয়ার অভিযোগে রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখালেন গোপালপুর গ্রামের বাসিন্দারা। দুর্নীতির অভিযোগ মানতে নারাজ রেশন ডিলার। রেশন দুর্নীতির অভিযোগ নিয়ে তৃণমূলকে নিশানা বিরোধীদের। পাল্টা আক্রমণ শাসকের। রেজিনগরের ঘটনায় রেশন ডিলারের বিরুদ্ধে পুলিশ তদন্তের আশ্বাস দেওয়ায় বিক্ষোভ ওঠে।