CV Ananda Bose: 'মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্বপরিকল্পিত..', রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ রাজ্যপালের !
Governor On Murshidabad Waqf Protest: ওয়াকফ অশান্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট রাজ্যপালের, কী সুপারিশ করেছেন তিনি ?

মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি, রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ রাজ্যপালের। ওয়াকফ অশান্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট রাজ্যপালের। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়ল রাজ্যপালের রিপোর্ট।
'মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্বপরিকল্পিত, স্থানীয় প্রশাসনের ব্যর্থতা। ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজনৈতিক শোষণ। রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের সুপারিশ। প্রশাসনিক ব্যর্থতা এ-ক্ষেত্রে তদন্ত করতে হবে। পাকাপাকিভাবে মুর্শিদাবাদ ও মালদাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন ও নজরদারি বাড়ানো। 'যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে ৩৫৬ লাগুর সুপারিশ'। রাজভবনের রিপোর্টে পুলিশি ব্যর্থতার অভিযোগ।
'বাংলায় আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপ বড় চ্যালেঞ্জ। এখনও মুর্শিদাবাদে দাঙ্গা বিধ্বস্ত এলাকায় ভয়ের বাতাবরণ। মানুষের আস্থা ফেরাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। সংবিধান অনুযায়ী বিষয়টি বিবেচনা করুক কেন্দ্র', রিপোর্ট রাজ্যপালের। সীমান্ত সংলগ্ন দাঙ্গা বিধ্বস্ত এলাকায় BSF পোস্টের সুপারিশ রাজ্যপালের।
উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক ব্য়বস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। আগে থেকে গোয়েন্দা তথ্য় ছিল, তারপরও রাজ্য় সরকার পদক্ষেপ নিতে ব্য়র্থ হয় এবং নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল। দাঙ্গাবিধ্বস্ত মুর্শিদাবাদ নিয়ে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে, ছত্রে ছত্রে পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েই এমনই সমালোচনা করা হয়েছিল।সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে হিংসার আগুনে জ্বলে ওঠে মুর্শিদাবাদ। জঙ্গিপুর যখন জ্বলছে তখন পুলিশকে দোকানের মধ্য়ে লুকোতেও দেখা যায়। বহু জায়গায় পুলিশ হামলার বহু সময় পরে পৌঁছেছে বলে ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল।
সেই দাঙ্গাবিধ্বস্ত মুর্শিদাবাদ নিয়ে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে, ছত্রে ছত্রে পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তোলা হয়েছিল। সাবজেক্টেই স্পষ্ট লেখা ছিল, পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি মানুষের অবিশ্বাস। জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে বলা হয়েছে। মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক ব্য়বস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। আগে থেকে গোয়েন্দা তথ্য় ছিল, চাপা টেনশনও ছিল তারপরও রাজ্য় সরকার আগে থেকে পদক্ষেপ নিতে ব্য়র্থ হয়েছিল এবং নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল।
হিংসার ধরণ দেখে মনে হয়েছে তা ইচ্ছাকৃত এবং পূর্ব পরিকল্পিত। ধর্মীয় মৌলবাদীদের উপস্থিতিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে আরও বলা হয়েছিল, পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি মানুষের আস্থা মারাত্মকভাবে কমেছে। সেখানে একটি পয়েন্টে এও বলা হয়েছিল, পুলিশ দাঙ্গাবাজদের প্রতি নরম ছিল, এই ধারণার ফলে অবিশ্বাস আরও বেড়ে গেছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায় রাজ্য় পুলিশের প্রতি সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছিল। তারা নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর জন্য় BSF অথবা CRPF-এর ক্য়াম্প তৈরির দাবি জানিয়েছিল।






















