Murshidabad Murder : ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বলি? TMC নেতার মৃত্যুতে তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধেই FIR
TMC leader shot dead in Murshidabad: তৃণমূলেরই নওদা ব্লক সভাপতি সফিউজ্জামান শেখ ওরফে হাবিব মাস্টারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগ তুলেছেন দলেরই একাংশ!
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : নদিয়ার ( Nadia ) তৃণমূল নেতা ( TMC ) মতিরুল ইসলাম বিশ্বাসের খুনের ঘটনায় শাসকদলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে থানায় এফআইআর করল নিহতের পরিবার। যাঁদের বিরুদ্ধে এফআইআর ( FIR ) হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক ও নওদার তৃণমূল ব্লক সভাপতি সফিউজাম্মান শেখ। যে কারণে এই খুনের ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ( TMC Inner Clash ) তত্ত্বই জোরাল হয়েছে।
প্রেক্ষাপট
পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদে খুন হলেন, নদিয়ার ( Nadia ) এক তৃণমূল নেতা ( TMC Leader ) । বৃহস্পতিবার নওদায় বাইকে করে যাওয়ার সময়, রাস্তা আটকে, গুলি-বোমা ছুড়ে তাঁকে খুন করা হয়। অভিযোগ উঠেছে নওদার ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধেই। ফলে জোরাল হচ্ছে সেই গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। যদিও, এই অভিযোগ মানতে নারাজ তৃণমূলের ব্লক সভাপতি।
আরও পড়ুন :
'পার্টি করতে গিয়েই মৃত্যু', ডুকরে উঠলেন খুন হওয়া তৃণমূল নেতার স্ত্রী
তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীকে লক্ষ্য করে গুলি
নদিয়ার তৃণমূল পরিচালিত নারায়ণপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা বিশ্বাসের স্বামী, এবং তৃণমূল নেতা মতিরুল ইসলাম বিশ্বাস। বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদায় ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁর সঙ্গে ছিলেন এক নিরাপত্তারক্ষী-সহ দু’জন। তিনজন একটাই মোটরবাইকে করে ফিরছিলেন। অভিযোগ, মাঝ রাস্তায় ওত পেতে ছিল দুষ্কৃতীরা। প্রথমে বাইক লক্ষ্য করে তারা বোমা ছোড়ে। তিন আরোহী বাইক থেকে ছিটকে পড়লে একদম কাছে এসে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাঁকে বাঁচানো যায়নি। মৃত তৃণমূল নেতার ভাই এই ঘটনায় সরাসরি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছেন। তৃণমূল নেতা খুনের ঘটনায়, তৃণমূলেরই নওদা ব্লক সভাপতি সফিউজ্জামান শেখ ওরফে হাবিব মাস্টারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগ তুলেছেন দলেরই একাংশ!
খুনের নেপথ্যে কি তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব?
শাসকের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই কি রাজনৈতিক ( Political Murder ) রক্তপাত? জোরাল হচ্ছে এই প্রশ্ন। তৃণমূল নেতা মতিরুল ইসলাম বিশ্বাসের খুনের ঘটনায় শাসকদলের নেতা-নেত্রীদের বিরুদ্ধেই থানায় এফআইআর করল নিহতের পরিবার।