Murshidabad News: মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা ঘোষণা
Farakka Child Rape Murder Case Accused Death Sentence : ফারাক্কার শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায়, ২ অপরাধীকে দোষী সাব্যস্ত করে সাজা শোনাল আদালত

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: জয়নগরের পর এবার ফরাক্কা, নাবালিকা ধর্ষণ-খুনে ফাঁসির সাজা ঘোষণা (Death Sentence)। মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকা ধর্ষণ-খুনে (Farakka Child Rape Murder Case) একজনের মৃত্যুদণ্ড এবং শিশুকন্যাকে ধর্ষণ-খুন দোষী সাব্যস্ত আরেকজনের যাবজ্জীবন ঘোষণা করা হয়েছে। ধর্ষণ-খুনের ৬০দিনের মধ্যে সাজা ঘোষণা করেছে আদালত।ফারাক্কার শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত দীনবন্ধু হালদারকে ফাঁসি ও শুভজিত হালদারকে যাবজ্জীবন সাজার নির্দেশ বিচারকের। বৃহস্পতিবারই ২ অপরাধীকে দোষী সাব্যস্ত করে আদালত। শুক্রবার দীনবন্ধু হালদারকে ফাঁসি ও শুভজিত হালদারকে যাবজ্জীবন সাজার নির্দেশ অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়ের।
কোথাও জামিন, কোথাও সাজা। আর জি কর মেডিক্য়ালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় যেদিন জামিন পেলেন মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। ঠিক সেদিনই ধর্ষণ-খুনের ৬০ দিনের মধ্যে ফরাক্কায় নাবালিকা ধর্ষণ-খুনে সাজা ঘোষণা হল ২ জনের। দিনবন্ধু হালদারকে মৃত্যুদণ্ড এবং শুভজিৎ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিল জঙ্গিপুর আদালত । বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্য়ায় বলেন, এখানে কোন কোন ফ্য়াক্টর কাজ করেছে তদন্তে। কী কী সাজা ঘোষণা হল। ১৩ অক্টোবর মুর্শিদাবাদের ফরাক্কায় মামাবাড়ি থেকে ৯ বছরের বালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। সেদিনই দুপুরে প্রতিবেশী দিনবনধুু হালদারের বাড়ি থেকে ওই বালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। ঘটনায় পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করে বলে অভিযোগ তোলা হয় পরিবারের তরফে।
আরও পড়ুন, শহর থেকে বিদায় নেবে প্রায় আড়াই হাজার হলুদ ট্যাক্সি ! 'কলকাতার ঐতিহ্য হিসেবে মর্যাদা দিতে হবে..'
এরপর স্থানীয়দের হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি থাকা অবস্থাতেই দিনবনধুু হালদারকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় শুভজিৎ হালদার নামে আরেক যুবককে।ময়নাতদন্তের রিপোর্টে বালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে উল্লেখ করা হয়। ঘটনার তদন্তের জন্য় জঙ্গিপুর পুলিশ জেলার সুপারের নেতৃত্বে গঠন করা হয় সিট। এরপর ২১ দিনের মাথায় আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। সাক্ষ্য় গ্রহণ করা হয় ৩১ জনের। বৃহস্পতিবার ধৃত ২ জনকে দোষী সাব্য়স্ত করে জঙ্গিপুর আদালত। শুক্রবার তাঁদের সাজা শোনালেন বিচারক। নির্যাতিতার মা বলেছেন, 'আমরা খুশি। আমরা সেই রায় চেয়েছিলাম। যারা সাহায্য় করেছে তাদের ধন্য়বাদ। '
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
