TMC : একই অঞ্চলে ২ জন সভাপতি ! পঞ্চায়েত ভোটের আগে সামশেরগঞ্জে তৃণমূলে কোন্দল
Tussle within TMC : পরপর দুই দিন দুই গোষ্ঠীর অঞ্চল সভাপতির নাম ঘোষণা ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কাঞ্চনতলায়
রাজীব চৌধুরী, সামশেরগঞ্জ (মুর্শিদাবাদ) : পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে রাজ্যের বিভিন্ন জেলায় শাসক দলের অন্দরে দ্বন্দ্বের ছবি সামনে আসছে। এবার মুর্শিদাবাদে (Murshidabad)। একই অঞ্চলে তৃণমূলের ২ জন সভাপতি। পরপর ২ দিন বিধায়ক ও জেলার সহ-সভাপতির অঞ্চল কমিটির সদস্যদের আলাদা তালিকা ঘোষণাকে কেন্দ্র করে সামশেরগঞ্জে ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল।
প্রকাশ্যে দ্বন্দ্ব-
একই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের দুই জন সভাপতি ! পরপর দুই দিন দুই গোষ্ঠীর অঞ্চল সভাপতির নাম ঘোষণা ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কাঞ্চনতলায়। রবিবার সাংবাদিক বৈঠক করে কাঞ্চনতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি-সহ মোট ৩৫ জনের নাম ঘোষণা করেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি তাসিরুদ্দিন আহমেদ। সেই কমিটির সভাপতি করা হয় ডাক্তার আব্দুল বারিকে। এই সময়ে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মাস্টার সানাউল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কিন্তু সেই কমিটিকে কার্যত প্রত্যাখ্যান করে সোমবার সামশেরগঞ্জের কাঞ্চনতলা অঞ্চলের জন্য নতুন করে কমিটি ঘোষণা করেন ফরাক্কার বিধায়ক মণিরুল ইসলাম। সামশেরগঞ্জ ব্লক তৃণমূলের ঘোষিত কমিটির মধ্যে শুধুমাত্র একজনকে রেখে বাকি অঞ্চল সভাপতি সহ নতুন করে ৩৫ জনের নাম ঘোষণা করেন ফরাক্কার বিধায়ক। সেই কমিটির সভাপতি করা হয় দেলোয়ার হোসেনকে। আর যা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।
সাংবাদিক বৈঠক করে ফরাক্কার বিধায়ক মণিরুল ইসলাম নতুন করে কাঞ্চনতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নাম ঘোষণা করতেই কার্যত তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের অনুগামী হিসাবে পরিচিত ডাক্তার আব্দুল বারি। ফরাক্কার বিধায়কের ঘোষিত কমিটি সম্পূর্ণ অবৈধ বলে দাবি করেন তিনি।
যদিও ডাক্তার আব্দুল বারির বক্তব্যকে উড়িয়ে দিয়ে পাল্টা সামশেরগঞ্জ ব্লক তৃণমূলের ঘোষিত কমিটিকেই অবৈধভাবে বলে দাবি করেছেন বিধায়ক মণিরুল ইসলামের ঘোষিত অঞ্চল সভাপতি দেলোয়ার হোসেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কাঞ্চনতলা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি কে ? ডাক্তার আব্দুল বারি, নাকি দেলোয়ার হোসেন ? ধন্দে তৃণমূল কর্মীরাও।
পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর দুই অঞ্চল সভাপতি ও কমিটি ঘোষণা নিয়ে ফের একবার গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এসেছে সামশেরগঞ্জে। এর প্রভাব ভোটে পড়ে কি না সেটাই এখন দেখার।
আরও পড়ুন ; দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ, পটাশপুরে গণইস্তফা তৃণমূলের ৩০ পদাধিকারীর