Murshidabad Weather: গরমে ভোগান্তি রয়েছে আজও, বৃষ্টির সম্ভাবনা নেই
Murshidabad Weather Today: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।
বহরমপুর: থামার নাম নিচ্ছিল না কিছুতেই। অবশেষে চারিদিক কার্যত ভাসিয়ে বিদায় নিয়েছে বর্ষা। তাতে অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেললেও, তাপমাত্রার বৃদ্ধিতে বাড়ছে উদ্বেগ। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই মুর্শিদাবাদ জেলায় (Weather update)। তাপমাত্রা বরং ৩০ ডিগ্রির উপরেই থাকবে।
অক্টোবরের মাঝামাঝি হতে চলেছে। সবে বিদায় নিয়েছে বর্ষা। আর তারপরই পারদ চড়ছে তাপমাত্রার। বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে মুর্শিদাবাদ জেলায়। সেই সঙ্গে গরমও অনুভূত হবে ভালই। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন জেলার তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরেই থাকবে। ভোরের দিকে ধোঁয়াশার প্রকোপ থাকতে পারে।
বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা বাড়বে মুর্শিদাবাদ জেলায়
আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। ১০ থেকে ১৫ কিলোমিটার গতিবেগে বইতে পারে হাওয়া। (District Weather Updates)। সকালে বা বিকেলে বৃষ্টির সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে বেলার দিকে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৬৮ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৮২ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে। তবে বৃষ্টি হলে মিলবে স্বস্তি।
একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট-
সর্বোচ্চ তাপমাত্রা- ৩৪ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৪ ডিগ্রি সেলসিয়াস
বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-৮২ শতাংশ
সামগ্রিক আবহাওয়া-আজ বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে গরম
সূর্যোদয়- সকাল ৫টা বেজে ৩২ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৫টা বেজে ১৪ মিনিট
আরও পড়ুন: Mamata Banerjee: ‘ফিরছে ঔপনিবেশিক কর্তৃত্ববাদ’, মোদি সরকারের খসড়া আইন পড়ে হতবাক মমতা
রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।
এমনিতে সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টির দেখা মেলে না সেভাবে, যদি না প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় সাগরে। কিন্তু এবারে সেপ্টেম্বর অক্টোবরের শুরুতেও বৃষ্টি অব্যাহত ছিল। বর্ষার মেয়াদ দীর্ঘায়িত হওয়াতেই এমনটা ঘটেছে বলে মত আবহবিদদের। তার উপর সিকিমের মেঘভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। তবে মহালয়া এবং দুর্গাপুজোর আগে দুর্যোগ আপাতত কেটে গিয়েছে।