Coochbehar: শীতলকুচিতে যুবক খুন, উদ্ধার ক্ষতবিক্ষত দেহ
Coochbehar News: স্থানীয় সূত্রে খবর, ওই যুবক ভিন রাজ্যে ইট ভাটার শ্রমিক হিসবে কাজ করতেন। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছিলেন। কে বা কারা, কেন ওই যুবককে খুন করল, সেই প্রশ্নই উঠছে এখন।
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের (Cooch behar) শীতলকুচিতে (Sitalkuchi) এক যুবককে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আজ সকালে শীতলকুচির রাজারবাড়ি এলাকায় স্থানীয় বাসিন্দা সত্যেন বর্মনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, শরীরে একাধিক জায়গায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাস্তায় পড়ে ছিল মৃতদেহ। শীতলকুচি থানার পুলিশদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে খবর, ওই যুবক ভিন রাজ্যে ইট ভাটার শ্রমিক হিসবে কাজ করতেন। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছিলেন। কে বা কারা, কেন ওই যুবককে খুন করল, তা খতিয়ে দেখছে পুলিশ।
রাজারহাটেও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল একজনের
কিছুদিন আগেই এক মহিলার প্রায় বিবস্ত্র রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রাজারহাট (Rajarhat) থানার গড়াগড়ি এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত মহিলার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলে অনুমান করেছিলেন তদন্তকারীরা।
পুলিশ জানতে পেরেছে, সকালে ওই মহিলা মাঠে কাজ করতে গিয়েছিলেন। দীর্ঘক্ষণ না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। মাঠে উদ্ধার হয় মৃতদেহ। পুলিশ জানিয়েছে, মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কয়েকজনকে।
কিছুদিন আগে মালদায় স্কুল ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় সূত্রের খবর, পুরাতন মালদার হালনা গ্রামের বাসিন্দা ১৬ বছরের ওই স্কুলছাত্রী (School Student) গত ১৮ জুন থেকে নিখোঁজ ছিল। তন্ন তন্ন করে খোঁজখবর করেও মেয়ের হদিস না পেয়ে শেষমেশ মালদা থানায় অপহরণের অভিযোগ জানায় পরিবার। তার পর অনেকটা সময় কেটে গিয়েছিল। হঠাৎ বুধবার সকালে গ্রামেরই পরিত্যক্ত একটি বাড়িতে থোকা থোকা রক্তের দাগ দেখতে পান বাসিন্দাদের একাংশ। খবর যায় পুলিশে। এর পরই চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, বাড়িটি থেকে লেডিজ ব্যাগ, অন্তর্বাস ইত্য়াদি উদ্ধার করেন তদন্তকারীরা। কিন্তু কিশোরী কোথায়? তা হলে কি খারাপ কিছু ঘটে গিয়েছে?
আরও পড়ুন: খাওয়াদাওয়া থেকে বিশ্রাম, যাত্রী-স্বাচ্ছন্দ্যে এগজিকিউটিভ লাউঞ্জ হাওড়া স্টেশনে