Nadia News: দুয়ারে রেশন আনতে গিয়ে জুটল বেধড়ক মার ! আক্রান্ত বছর ৭১-র বৃদ্ধ
Duare Ration Chaos: দুয়ারে রেশন আনতে গিয়ে রেশন ডিলারের হাতে আক্রান্ত বৃদ্ধ। রেশন ডিলারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ।
সুজিত মণ্ডল, নদিয়া: দুয়ারে রেশন (Duare Ration) আনতে গিয়ে রেশন ডিলারের হাতে আক্রান্ত বৃদ্ধ। রেশন ডিলারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ। অভিযোগ অস্বীকার রেশন ডিলারের। দুয়ারে রেশন প্রকল্পের রেশন আনতে গিয়ে রেশন ডিলারের হাতে প্রহৃত হতে হল বছর ৭১-এর এক বৃদ্ধকে। ঘটনাটি নদিয়ার ধানতলা থানার (Nadia, Dhantala Police Station) আড়ংঘাটা খোসালপুর ঘোষপাড়া গ্রামের।
১৪ ডিসেম্বর বুধবার সকাল ১০ টা নাগাদ স্থানীয় হরনাথপুর খোসালপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলছিল দুয়ারে রেশন দেওয়ার কাজ। অভিযোগ, ওই দুয়ারের রেশন প্রকল্পের রেশন নেওয়ার জন্য রঞ্জিত ঘোষ নামে এক বৃদ্ধ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের সামনে যান। রেশন ডিলার রাজেশ বিশ্বাসকে ৭টি রেশন কার্ড দিলে, তাকে ২০ কেজি চাল নেওয়ার কথা বলেন রেশন ডিলার। যেখানে তার প্রাপ্য ৩৫ কেজি চাল। তাই ওই বৃদ্ধ গ্রাহক প্রাপ্য ৩৫ কেজি চাল ডিলারের কাছে দাবি করেন।
এছাড়া আরও অভিযোগ, ওই রেশন ডিলার তাকে ১৭ টাকা কেজি দরে ওই চাল তার কাছে বিক্রি করার প্রস্তাব দেন। তাতে ওই বৃদ্ধ গ্রাহক রাজি না হওয়ায়, রেশন ডিলারের সঙ্গে বচসা শুরু হয়। আর তখনই রেশন ডিলার রাজেশ বিশ্বাস চেয়ার থেকে উঠে এসে, প্রকাশ্যে ওই বৃদ্ধ ব্যক্তিকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেন। তারপর বৃদ্ধ পড়ে গেলে লাথিও মারে বলে অভিযোগ। এই ঘটনায় ধানতলা থানায় রেশন ডিলার রাজেশ বিশ্বাসের বিরুদ্ধে মারধর করার অভিযোগ দায়ের করেন বৃদ্ধ রঞ্জিত ঘোষ। যদিও রেশন ডিলার মারধরের কথা সম্পূর্ণ অস্বীকার করে বলেন, 'তাকে চাল কম দেওয়া হয়নি। উপরন্ত তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন। তবে তাকে মারধর করার প্রসঙ্গ সম্পূর্ণ মিথ্যা। কেন এমন মিথ্যা বলছেন আমার জানা নেই।' বুধবার রাতে ধানতলা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন, শুভেন্দুর সভায় মৃত্যু নিয়ে খোঁচা দিলীপের, 'ভিড় নিয়ন্ত্রণ' নিয়ে প্রশ্ন
সম্প্রতি শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্যাম্প করে শুরু হয়েছে পরিষেবা প্রদান। তবে, এরইমধ্যে, একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। সেই প্রকল্পেই চলছিল 'দুয়ারে রেশন'। যা নিয়ে মামলা হয়েছিল। তবে রাজ্য সরকারের এই প্রকল্প চালাতে আপাতত আর কোনও আইনি বাধা নেই, এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ আদালত।‘দুয়ারে রেশন’ এর প্রথম বিরোধিতা করে আসছেন রেশন ডিলাররা। এমনকী এই প্রকল্প যাতে চালু না হয় তার জন্য আদালতে মামলা পর্যন্ত করেছিলেন রেশন ডিলাররা। তবে মানুষের স্বার্থের সঙ্গে কোন আপস করতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন। এরপর বিধানসভা থেকে সে কথা আবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী রেশন ডিলারদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে রেখেছেন তিনি। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে কোনও মূল্যে রাজ্যে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চলবেই। কারও আপত্তির কাছে মাথা নোয়াবে না সরকার। আমি একা খাব, আর কাউকে খেতে দেব না, এটা চলতে দেওয়া হবে না।