Nadia News: পিকনিক থেকে ফিরছিলেন, আচমকা ট্রাক্টরে ধাক্কা, চাপড়ার TMC নেতার পকেট থেকে বেরিয়ে পড়ল আগ্নেয়াস্ত্র, গুলি !
Police Firearms Rescue From Chapra TMC Leader : দুর্ঘটনায় পর্দাফাঁস তৃণমূল নেতার পকেট থেকে পড়ে যাওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল চাপড়া থানার পুলিশ
নদিয়া: ফের তৃণমূল নেতার পকেট থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। চাপড়ায় পিকনিক থেকে ফেরার পথে মোটরবাইক নিয়ে ট্রাক্টরে ধাক্কা আজিজুল বিশ্বাসের । দুর্ঘটনার পর রাস্তায় পড়ে গেলে পকেট থেকে বেরিয়ে পড়ল আগ্নেয়াস্ত্র, গুলি। তৃণমূল নেতা আজিজুল বিশ্বাসের পকেট থেকে পড়ে যাওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল চাপড়া থানার পুলিশ। এত অস্ত্র আসছে কোথা থেকে ? প্রশ্ন স্থানীয়দের।
প্রায় প্রতিটা ভোটের আগেই রাজ্যের জেলায় জেলায় আগ্নেয়াস্ত্র, বোমা উদ্ধার হয়। সেই তালিকায় উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ-সহ একাধিক জেলার নাম উঠে আসে প্রায় প্রতিবারই। কখনও কখনও উদ্ধার সম্ভব হয় না। ঘটে যায় অঘটন। যত্রতত্র বোমা ছড়িয়ে থাকার একাধিক উদাহরণ রয়েছে এরাজ্যে। কখনও বোমা বর্ষণের ঘটনায় একাধিক মায়ের কোল ফাঁকা হয়েছে। অতীতে বোমাকে বল ভেবে প্রাণ হারিয়েছে একাধিক শিশু। ঠিক তার আগেই এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় বড় প্রশ্ন তুলে দিল।
গতবছর পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় অস্ত্র উদ্ধারের ছবি প্রকাশ্যে এসেছিল। উত্তর ২৪ পরগনার বারাসাতের শাসনে তৃণমূল নেতার বাড়িতে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ মিলেছিল। অভিযুক্তকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে রাত দেড়টা নাগাদ শাসনের খামার রামেশ্বরপুর এলাকায় হানা দিয়েছিল পুলিশ। সুকুর আলি নামে ওই তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল একাধিক আগ্নেয়াস্ত্র।
এসটিএফ সূত্রে খবর, ধৃতের ভেড়ি ও মাটির কারবার রয়েছে। তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য সুকুর আলির। যদিও এর পিছনে বিরোধীদের ষড়যন্ত্র দেখছে তৃণমূল। তৃণমূল সরকারের সাফল্য শুধু বেআইনি অস্ত্র কারবারে, কটাক্ষ বিজেপির। এর আগে মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টি ব্যবসার আড়ালে পর্দাফাঁস হয়েছিল অস্ত্র কারবারের। এবার উত্তর ২৪ পরগনার শাসনে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে শাসকদলের নেতা। ভোটের আগে ও পরে বারবার জেলায় জেলায় অস্ত্র উদ্ধারের ছবি ধরা পড়ছে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)