SIR Controversy: SIR বিরোধিতায় সরব খোদ BLO ! 'সেটা আমার রাজনৈতিক দর্শন', বিজেপি প্রশ্ন তুলল নিরপেক্ষতার
BJP on BLO: এই পরিস্থিতিতে বিজেপি প্রশ্ন তুলেছে, যে নিজেই SIR-এর বিরোধী, তিনি কীভাবে নিরপেক্ষভাবে কমিশনের কাজ করবেন ?

শান্তিপুর : SIR বিরোধিতায় সরব খোদ BLO ! নদিয়ার শান্তিপুরে এক BLO-র ভূমিকায় বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে SIR ও NRC-র বিরোধিতার অভিযোগ উঠেছে প্রসেনজিৎ সাহা নামে ওই BLO-র বিরুদ্ধে। প্রকাশ্যে SIR-বিরোধী বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই পরিস্থিতিতে বিজেপি প্রশ্ন তুলেছে, যে নিজেই SIR-এর বিরোধী, তিনি কীভাবে নিরপেক্ষভাবে কমিশনের কাজ করবেন ?
যদিও শান্তিপুরের বিতর্কিত বিএলও প্রসেনজিৎ সাহা বলছেন, "আমি স্কুলে পড়ায়। সেখানে আমি বাইরের যে কর্মকাণ্ড বা বাইরের আমার যে বিশ্বাস...আমার শিক্ষা সম্পর্কে যে বিশ্বাস বা আমার এখানে যা হচ্ছে...সেটা তো আমার পড়ানোর মধ্যে রিফ্লেক্ট হয় না। পড়াতে যাই যখন আমি, তখন আমি শিক্ষক হিসাবে পড়াই। বাইরে যখন আমি কথা বলি, আমার রাজনৈতিক মতামত ব্যক্ত করি, সেটা আমার রাজনৈতিক দর্শন, তার সঙ্গে আমার পেশাকে গুলিয়ে ফেললে হবে না। আমি কাল যে কথাটা বলেছি, সেটা একবারে স্বাধীন ব্যক্তি হিসাবে আমার রাজনৈতিক বোধ থেকে..কাজ এবং আমার রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটা আলাদা। সেটা রাজনৈতিক বিশ্বাস...সেটা আলাদা।"
নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সোমনাথ কর বলেন, "সরাসরি দ্বিচারিতা। তিনি নিজে একজন বিএলও। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত অফিসার। তিনি বুথে বুথে গিয়ে মানুষকে এসআইআর সম্পর্কে বোঝাবেন এবং কাগজপত্র দেখে তাঁর ভোটে নাম তুলবেন। এটা তাঁর মূলত কাজ। তার আগে এই একই ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আমাদের এই যে নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে যত কথা বলা যায়, সেইসব কথা বলে...বিশেষ করে এনআরসি-র মতো প্রসঙ্গ এবং ১১ দফা ১২ দফা কাগজপত্র রেডি করে রাখার...এই সমস্ত কু-যুক্ত দিয়ে সাধারণ মানুষকে খেপিয়ে চলেছেন। মানুষ খেপানোর কারণে যদি এসআইআরে প্রভাব পড়ে, তাহলে তার দায় তাঁর উপরেও বর্তায়। তিনি কীভাবে নিরপেক্ষভাবে কাজটা করবেন সেটাই মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।"
এদিকে SIR প্রক্রিয়া শুরু হতেই দিকে দিকে BLO-দের রাজনৈতিক পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন। একদিকে, হাওড়া পুরসভার একাধিক BLO-দের সক্রিয় তৃণমূল কর্মী বলে দাবি করেছে বিজেপি। একইভাবে, পূর্ব বর্ধমানের কাটোয়ায় BLO-র ভূমিকায় রয়েছেন খোদ তৃণমূলের বুথ সভাপতি বলে অভিযোগ তুলেছে বিজেপি। পূর্ব মেদিনীপুরেও বিজেপির অভিযোগ, BLO-র ভূমিকায় রয়েছেন তৃণমূলেরই সক্রিয় কর্মী। যদিও এসমস্ত অভিযোগ সটান উড়িয়েছে তৃণমূল।






















