Malda News: ফের রাজ্যের স্কুলে শিক্ষকদের সঙ্গে TMC নেতার 'দাদাগিরি'! অভব্য আচরণের ভিডিও ভাইরাল
TMC Leader Threats School Teacher: পলাশিপাড়ার স্কুলে পঞ্চায়েত প্রধানের 'দাদাগিরি'! রাজ্য সড়ক অবরোধ-বিক্ষোভ পড়ুয়ারাদের

নদিয়া : পলাশিপাড়ার স্কুলে পঞ্চায়েত প্রধানের 'দাদাগিরি'! শিক্ষকদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছে খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। শিক্ষকদের সঙ্গে তৃণমূল নেতার অভব্য আচরণের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তেহট্ট ঘাট-দেবগ্রাম রাজ্য সড়ক অবরোধ-বিক্ষোভ দেখিয়েছে পড়ুয়ারা।
ইতিমধ্যেই তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পলাশিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে ঘটনার পর পলাতক তৃণমূলের পঞ্চায়েত প্রধান। প্রধান শিক্ষক বলেন, 'শিক্ষক-শিক্ষিকারা অসম্মানিত বোধ করেছেন। এমন ঘটনা যেন আর না ঘটে।' প্রসঙ্গত, কিছুদিন আগেই মালদার হবিবপুরে স্কুলে ঢুকে তৃণমূল নেতার ‘দাদাগিরি‘ অভিযোগ প্রকাশ্যে এসেছিল।
এক শিক্ষিকাকে ছুটি না দেওয়া নিয়ে গন্ডগোলের সূত্রপাত হয়েছিল মালদার হবিবপুরে স্কুলে। স্কুলের ভিতরে ঢুকে তৃণমূল নেতার ‘দাদাগিরি‘র অভিযোগ উঠে এসেছিল।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন শাসকদলের শ্রমিক নেতা । তিনি ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি। ঘটনাটি ঘটেছিল হবিবপুরের বুলবুলচণ্ডী আর এন রায় বিদ্যানিকেতনে।
শিক্ষিককে হুমকির ছবি ভাইরাল হওয়ায় শোরগোল। এই ঘটনায় আতঙ্কে ভুগছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। জেলা স্কুল পরিদর্শক ও হবিবপুরের BDO-কে। অভিযোগ জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। 'স্কুলে ঠিকমতো পঠনপাঠন হচ্ছে না' । এই নিয়ে প্রশ্ন তোলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাই দুর্ব্য়বহার করেন, সাফাই স্কুল পরিচালন সমিতির সভাপতির। জেলা স্কুল পরিদর্শকের প্রতিক্রিয়া মেলেনি।
সম্প্রতি মালদার হবিবপুরে স্কুলে ঢুকে এভাবেই হম্বিতম্বি করতে দেখা গেল তৃণমূল নেতা এবং পরিচালন সমিতির সভাপতিকে।শিক্ষিকাদের দাবি, এক শিক্ষিকাকে ছুটি না দেওয়া নিয়ে গন্ডগোলের সূত্রপাত। ছুটি না পেয়ে পরিচালন সমিতির সভাপতির কাছে অভিযোগ করেন তিনি। এরপরই, স্কুলে এসে এইভাবে কার্যত দাদাগিরি করতে দেখা গেল তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা সুবোধ রায়কে। যিনি আবার স্কুলের পরিচালন সমিতির সভাপতিও। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি দিতে দেখা যায় তাঁকে।
গোটা ঘটনা ধরা পড়েছে CC ক্যামেরায়। বুলবুলচণ্ডী আর এন রায় বিদ্যানিকেতন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদার বলেন, আমার চাকরিজীবনে এত অপমানিত হয়েছি, সেটা আর বলতে পারব না। চেয়ারে বসার যোগ্য়তা নেই। চেয়ার থেকে নেমে যান। উনি সবসময় আঙুল তুলে কথা বলেন। ঝগড়ার মতোই কথা বলেন। অফিস থেকে যদি কোনও কথা বলে, আপনি ক্লার্ক, ক্লার্কের মতো থাকুন। এরকম কথা বলেন। আমি কমিটির প্রেসিডেন্ট বলে এরকম বলতে পারি! পলিটিক্য়াল সাপোর্টে আছেন।






















