(Source: ECI/ABP News/ABP Majha)
Nandigram: তৃণমূলের সাংগঠনিক বৈঠক চলাকালীন 'হামলা', শ্লীলতাহানির অভিযোগ বিজেপির বিরুদ্ধে
TMC: ফের অশান্ত হয়ে উঠল নন্দীগ্রাম। এবার তৃণমূলের বৈঠক চলাকালীন হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে (Nandigram) তৃণমূল কর্মীদের (TMC Worker) মারধরের অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধেয় বৈঠক চলাকালীন আচমকা হামলা চালানো হয় বলে দাবি করেছে তৃণমূল (TMC)। এক মহিলা কর্মীর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। তৃণমূলের ব্লক সভাপতিই দলের কর্মীদের উস্কানি দিয়ে গন্ডগোল করছেন, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে বিজেপি (BJP)।
হামলার অভিযোগ: ফের অশান্ত হয়ে উঠল নন্দীগ্রাম। এবার তৃণমূলের বৈঠক চলাকালীন হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শ্লীলতাহানির অভিযোগ তুললেন তৃণমূলের এক মহিলা কর্মী। বৃহস্পতিবার সন্ধেয় নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি, দলীয় কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করছিলেন সোনাচূড়া বাজারে পার্টি অফিসে। অভিযোগ, সেই সময় কয়েকজন বিজেপি কর্মী তাদের ওপর হামলা চালায়। মারধরে আহত হন গোবিন্দ সাহু নামে এক তৃণমূল কর্মী। এমনকী ছাড় পাননি মহিলারাও।
শ্লীলতাহানিরও অভিযোগ: এক তৃণমূল কর্মীর শ্লীলতাহানি (Molestation) করা হয় বলেও অভিযোগ ওঠে। নন্দীগ্রামে তৃণমূলের (TMC) বৈঠকে 'হামলা' বিজেপির। এ নিয়ে তুঙ্গে পৌঁছেছে রাজনৈতিক চাপানউতোর।
ঠিক কী অভিযোগ? বুধবার, নন্দীগ্রামের গোকুলনগরে গিয়ে অনুন্নয়নের অভিযোগে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ। দীর্ঘক্ষণ তাঁকে আটকে রাখা হয় বলে অভিযোগ। বিজেপি অস্বীকার করলেও নেপথ্যে তাদের হাত রয়েছে বলে দাবি করে তৃণমূল। স্বাধীনতা দিবসের দিনও জাতীয় পতাকা উত্তোলন ঘিরে নন্দীগ্রামে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও বিজেপি। আর এবার তৃণমূলের বৈঠকে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল নেতৃত্ব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন