News Live : কমিশনের কড়া ডোজ, ৪দিনেই মৃত্যুহীন বুথ নামল ৭টিতে!
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: তৃণমূল থেকে সাসপেনশনের পরে কোন পথে হুমায়ুন? টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি। চড়া সুর তৃণমূলনেত্রীর। সাসপেন্ড হয়েই হুমায়ুনের নিশানায় ফিরহাদ।শাস্তির মুখে পড়েই মুর্শিদাবাদে তৃণমূলকে হারানোর চ্যালেঞ্জ হুমায়ুনের। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের আগেই সাসপেন্ড হুমায়ুন। জানতে পারলেন মুখ্যমন্ত্রীর সভাস্থলে গিয়ে। নির্দল হয়ে দাঁড়ালে বিজেপির সুবিধা, ওদের ভোট নয়। সাসপেন্ড করে হুমায়ুনকে মমতার হুঁশিয়ারি। হচ্ছে মন্দির, মসজিদে কেন বাধা? পাল্টা সাসপেন্ডেড বিধায়ক। মৃত, ডুল্পিকেট ভোটার ধরে বাদ যেতে পারে ৫৩ লক্ষের নাম। কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, তথ্য খতিয়ে দেখতে বিএলওদের বার্তা কমিশনের। প্রাথমিকে স্বস্তির পরেই উচ্চপ্রাথমিকে ধাক্কা সরকারের। রাজ্য়ের তৈরি ১৬০০ অতিরিক্ত শূন্য়পদ হাইকোর্টে বাতিল। ওই পদে নিয়োগ নয়, জানিয়ে দিল আদালত।
Flight Service: ব্য়াহত ইন্ডিগোর বিমান পরিষেবা, চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা
ব্য়াহত ইন্ডিগোর বিমান পরিষেবা, চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। একের পর এক বিমান বাতিল হচ্ছে, বহু উড়ান বিলম্বে চলছে। অভিযোগ, পরিস্থিতির সুযোগ নিয়ে টিকিটের দাম বাড়াচ্ছে অন্য়ান্য় বিমান সংস্থাগুলি। দিল্লি বা মুম্বইয়ের টিকিট কিনতে গেলে ৫০ থেকে ৬০ হাজার গুনতে হচ্ছে বলেও অভিযোগ।
SIR: কমিশনের কড়া ডোজ, ৪দিনেই মৃত্যুহীন বুথ নামল ৭টিতে!
কমিশনের কড়া ডোজ, ৪দিনেই মৃত্যুহীন বুথ নামল ৭টিতে! প্রথমে ২ হাজার ২০৮, সেখানে থেকে ৪৮০, তারপরে ২৯, কমিশনের রিপোর্ট চাইতেই মৃত্যুহীন বুথ নামল মাত্র ৭টিতে!























