News Live : কমিশনের কড়া ডোজ, ৪দিনেই মৃত্যুহীন বুথ নামল ৭টিতে!
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: তৃণমূল থেকে সাসপেনশনের পরে কোন পথে হুমায়ুন? টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি। চড়া সুর তৃণমূলনেত্রীর। সাসপেন্ড হয়েই হুমায়ুনের নিশানায় ফিরহাদ।শাস্তির মুখে পড়েই মুর্শিদাবাদে তৃণমূলকে হারানোর চ্যালেঞ্জ হুমায়ুনের। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের আগেই সাসপেন্ড হুমায়ুন। জানতে পারলেন মুখ্যমন্ত্রীর সভাস্থলে গিয়ে। নির্দল হয়ে দাঁড়ালে বিজেপির সুবিধা, ওদের ভোট নয়। সাসপেন্ড করে হুমায়ুনকে মমতার হুঁশিয়ারি। হচ্ছে মন্দির, মসজিদে কেন বাধা? পাল্টা সাসপেন্ডেড বিধায়ক। মৃত, ডুল্পিকেট ভোটার ধরে বাদ যেতে পারে ৫৩ লক্ষের নাম। কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, তথ্য খতিয়ে দেখতে বিএলওদের বার্তা কমিশনের। প্রাথমিকে স্বস্তির পরেই উচ্চপ্রাথমিকে ধাক্কা সরকারের। রাজ্য়ের তৈরি ১৬০০ অতিরিক্ত শূন্য়পদ হাইকোর্টে বাতিল। ওই পদে নিয়োগ নয়, জানিয়ে দিল আদালত।
Murshidabad News: মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে মামলায় হস্তক্ষেপ করল না আদালত
মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে মামলায় হস্তক্ষেপ করল না আদালত, শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের ওপরই ছাড়ল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, হুমায়ূন কবীরের কর্মসূচি নিয়ে কোনও হস্তক্ষেপ করল না আদালত।
Murshidabad News: মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে মামলায় হস্তক্ষেপ করল না আদালত
মুর্শিদাবাদের বাবরি মসজিদ নিয়ে মামলায় হস্তক্ষেপ করল না আদালত। শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের ওপরই ছাড়ল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হুমায়ূন কবীরের কর্মসূচি নিয়ে কোনও হস্তক্ষেপ করল না আদালত। সম্প্রীতি নষ্ট হতে পারে, রাজ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক, সওয়াল বিকাশরঞ্জন ভট্টাচার্যর। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, আদালতে জানাল রাজ্য। ইতিমধ্যে ওখানে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে, জানাল কেন্দ্র।






















