News Live :কলকাতায় বিশৃঙ্খলা, হায়দরাবাদে সফল অনুষ্ঠান, আজ মুম্বইয়ে মেসি
News Live Updates : দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: যুবভারতীতে মেসির অনুষ্ঠানে ধুন্ধুমার। ঘিরে মন্ত্রী-VIPরা, ফুটবলের রাজপুত্রকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন দর্শকরা। সল্টলেক স্টেডিয়ামে ভাঙচুর, আগুন।এত টাকা দিয়ে টিকিট কেটেও হল না মেসি-দর্শন। চরম ক্ষুব্ধ দর্শকরা। বিধাননগর পুলিশের আশ্বাসের পরও মাঠে কীভাবে ঢুকল জলের বোতল? তাও আবার বিকোল ১৫গুণ বেশি দামে! মেসির মতো ফুটবল কিংবদন্তির অনুষ্ঠানে কোথায় ছিল নজরদারি? যুবভারতীকাণ্ডে প্রশ্নের পাহাড়।যুবভারতীকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা পুলিশের। গ্রেফতার অনুষ্ঠানের উদ্যোক্তা শতদ্রু দত্ত।
Suvendu ON Messi : তৃণমূল নেতাদের সঙ্গে মেসির ছবি দেখিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু
যুবভারতী স্টেডিয়ামে মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্লা। তৃণমূল নেতা-মন্ত্রী, সেলিব্রিটিদের জন্য অনুষ্ঠান দেখতে পাননি সাধারণ মানুষ। তৃণমূল নেতাদের সঙ্গে মেসির ছবি দেখিয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
Lionel Messi : মেসির অনুষ্ঠানে বেনজির বিশৃঙ্খলা, কার্যত ধ্বংসস্তূপ যুবভারতী,২ থেকে প্রায় সোয়া ২ কোটি টাকার ক্ষতি হয়েছে: সূত্র
মেসির অনুষ্ঠানে বেনজির বিশৃঙ্খলা, কার্যত ধ্বংসস্তূপ যুবভারতী, গতকালের তাণ্ডবে গ্যালারি ও মাঠে ব্যাপক ক্ষতি, গ্যালারিতেও উপড়ে ফেলা হয়েছে শ'য়ে শ'য়ে চেয়ার, মাঠের ভিতরে লাইনের ধারে থাকা প্লেয়ার্স ডাগআউটও ক্ষতিগ্রস্ত, খেলোয়াড়দের ঢোকা-বেরনোর টানেল পথেও তাণ্ডব, টানেল পথের মাথায় ছড়িয়ে চেয়ারের ভাঙা অংশ, ভাঙচুরের ঘটনায় স্টেডিয়ামের ২ থেকে প্রায় সোয়া ২ কোটি টাকার ক্ষতি হয়েছে: সূত্র






















