News Live :দুর্যোগে বিপর্যস্ত কলকাতা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যু, শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী
News Live Updates: দেখুন আজ রাজ্য-সহ সারাদেশের প্রতিমুহূর্তের আপডেটস
LIVE

Background
কলকাতা: দুর্যোগে ভাসছে কলকাতা। আজ থেকেই সরকারি সকুলে পুজোর ছুটি।আইসিএসই-সিবিএসই বোর্ডের স্কুলেও ২দিন ছুটি দেওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রীর।কলকাতায় দুর্যোগে মৃত্যুমিছিল। সিইএসসি-কে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। পুজোর মুখে দুর্যোগ। রাতভর নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। অধিকাংশ রাস্তায় জল জমে দুর্ভোগ। উত্তর থেকে দক্ষিণ জলযন্ত্রণায় নাজেহাল শহরবাসী।প্রবল বৃষ্টিতে ব্যাহত রেল পরিষেবা। শিয়ালদা দক্ষিণ শাখায় কার্যত বন্ধ ট্রেন। মেনলাইন, বনগাঁ শাখাতেও অনিয়মিত পরিষেবা। ব্যাহত মেট্রো, উড়ানও। দুর্যোগের জল হাসপাতালেও। জলমগ্ন SSKM হাসপাতাল। একাধিক ওয়ার্ড জলের তলায়। কলকাতা মেডিক্যাল, আরজি কর হাসপাতালও জল থই থই। জলবন্দি কলকাতা। কন্ট্রোল রুমে তদারকিতে মেয়র ফিরহাদ হাকিম। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ভারী বর্ষণ। আজও দিনভর বৃষ্টি। জানাল আবহাওয়া দফতর। বৃহস্পতিতে ফের নিম্নচাপের পূর্বাভাস।
DVC : 'ডিভিসির জল কলকাতায় যায় না, আমতা হয়ে গঙ্গায় মিশে যায়'
'ডিভিসির জল কলকাতায় যায় না, আমতা হয়ে গঙ্গায় মিশে যায়। কলকাতার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই', মুখ্যমন্ত্রীর অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি ডিভিসির
Kolkata News : রেকর্ড বৃষ্টিতে কলকাতার ভয়ঙ্কর পরিস্থিতি ঘিরে তুঙ্গে উঠল রাজনৈতিক বাগযুদ্ধ
রেকর্ড বৃষ্টিতে কলকাতার ভয়ঙ্কর পরিস্থিতি ঘিরে তুঙ্গে উঠল রাজনৈতিক বাগযুদ্ধ। একে অপরকে আক্রমণ করল বিজেপি-তৃণমূল। সমপূর্ণ ব্য়র্থ মুখ্য়মন্ত্রী ও মেয়র, দাবি করল বিরোধীরা। দুর্যোগ নিয়ে রাজনীতি করা উচিত নয়, পাল্টা পরামর্শ দিলেন মুখ্য়মন্ত্রী। রেকর্ড বৃষ্টিতে কলকাতার ভয়ঙ্কর চেহারা। কার্যত স্তব্ধ গোটা শহর। জলের তলায় গাড়ি...ঘরের মধ্য়ে জল। রাস্তায় নেই বাস...চারদিকে সাধারণ মানুষের হাঁসফাঁস!সকাল থেকে সন্ধে চরমে দুর্ভোগ। এই পরিস্থিতিতে তুঙ্গে উঠেছে রাজনীতিও।






















