Abhijit Banerjee: কিছু বলার নেই, নিয়োগ দুর্নীতিতে বিচারপতির প্রশ্ন প্রসঙ্গে মন্তব্য নোবেলজয়ীর
Abhijit Banerjee's Reaction: আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, রাজ্যজুড়ে চলা এই নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে নোবেলজয়ীরা কী বলছেন?
কলকাতা: নিয়োগ দুর্নীতি নিয়ে কী বলছেন নোবেলজয়ীরা? স্বীকৃত এই মহান মানুষদের এই দুর্নীতি নিয়ে কী দৃষ্টিভঙ্গি সেটা আমার জানতে ইচ্ছে করে। বুধবার অন্য় একটি মামলার শুনানির জন্য এজলাসে ঢুকে, এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এনিয়ে অবশ্য় কিছু বলতে চাননি নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্য়োপাধ্য়ায় (Abhijit Binayak Banerjee)।
নিয়োগ দুর্নীতি নিয়ে কী বলছেন নোবেলজয়ীরা? জানতে চাই। বুধবার এজলাসেই, এই মন্তব্য় করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তাঁর নির্দেশেই চাকরি গেছে রাজ্য়ের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে-সহ বহু অযোগ্য় প্রার্থীর। অন্য়দিকে চাকরি পেয়েছেন বেশ কিছু যোগ্য় প্রার্থী।
বুধবার তিনিই অন্য় একটি মামলার শুনানির জন্য এজলাসে ঢুকে, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে প্রশ্ন করেন, রাজ্যজুড়ে চলা এই নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে নোবেলজয়ীরা কী বলছেন? বিচারপতি গঙ্গোপাধ্য়ায় বলেন, "প্রতীচী ট্রাস্ট গড়ে কাজ করছেন অমর্ত্য সেন। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছেন। স্বীকৃত এই মহান মানুষদের এই দুর্নীতি নিয়ে কী দৃষ্টিভঙ্গি সেটা আমার জানতে ইচ্ছে করে। তাঁরা তো আরও অনেক কিছু নিয়ে বলেন, এটা নিয়ে তাঁরা কিছু বলেন কিনা জানতে চাই।'' এনিয়ে অবশ্য় কিছু বলতে চাননি নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্য়োপাধ্য়ায়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেন, " এটা নিয়ে CBI তদন্ত করছে। আমার কিছু বলার নেই। বলার কোনও কারণও নেই। ব্যক্তিগতভাবে এনিয়ে কোনও চর্চা করি না। এনিয়ে কথা বলার কোনও দায়িত্ব নেই। কথা বলটা দায়িত্বহীন হবে।''
এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মন্তব্য়ের প্রেক্ষিতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "আমার মনে হয়, অমর্ত্য সেনের বক্তব্য় পুরোটা পড়লে বোঝা যাবে। যেভাবে দেখানো হচ্ছে, তিনি সেইভাবে বলেননি। আমি পুরো লেখাটা পড়েছি। আর প্রতীচী ট্রাস্টও কাজ করতে গিয়ে সমস্যাটা অনুভব করছে বলে আমার মনে হয়।'' নিয়োগ দুর্নীতি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের একাধিক পর্যবেক্ষণ শিরোনামে উঠে এসেছে। বুধবার এজলাসে তিনি যে মন্তব্য় করলেন, তাও এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।
আরও পড়ুন: Jalpaiguri News: বাড়ির সামনে গালাগালি, প্রতিবাদ করায় কেটে নেওয়া হল গৃহকর্তার কান