(Source: ECI/ABP News/ABP Majha)
Mid Day Meal: মিড ডে মিলের চাল চুরির অভিযোগ, কাঠগড়ায় স্কুলের অস্থায়ী কর্মী
North 24 Parganas: দেগঙ্গার পর এবার গাইঘাটা। ২ সপ্তাহেরও কম ব্য়বধানে ফের স্কুলের মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনায়।
সমীরণ পাল, গাইঘাটা: স্কুলের মিড ডে মিলের (Mid Day Meal) চাল চুরির অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) গাইঘাটায়। কাঠগড়ায় পাঁচপোতা ভারাডাঙ্গা হাইস্কুলের এক অস্থায়ী কর্মী। চাল নিয়ে বেরনোর সময় তাঁকে হাতনাতে ধরে ফেলেন স্থানীয়রা। অভিযুক্ত অস্থায়ী কর্মী ও স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা।
চাল চুরির অভিযোগ: দেগঙ্গার পর এবার গাইঘাটা। ২ সপ্তাহেরও কম ব্য়বধানে ফের স্কুলের মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনায়। ওই স্কুলের অস্থায়ী কর্মী মিহির বিশ্বাসের বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরি করে এক মহিলাকে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যেই সকালের দিকে মিহির চাল চুরি করে ওই মহিলাকে দেন। এক স্থানীয় বাসিন্দা বাবলু দাস বলেন, স্কুলের মিড ডে মিলের চাল করে। এর সঙ্গে হেড মাস্টার জড়িত, স্কুলের ক্লার্ক জড়িত।
শুক্রবার সকালে চাল নিয়ে বেরনোয় সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। প্রতিবাদে অভিযুক্ত মিহির বিশ্বাস ও সকুলের প্রধান শিক্ষক তুষার বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঠিক কী ঘটেছিল শুক্রবার? এক স্থানীয় বাসিন্দা মোহন সর্দার বলেন, “আজকে যখন খালি প্য়াকেট নিয়ে ঢুকছে। সকুলের ২টো গেট বন্ধ ছিল। সকুলের ভিতরকে ছিল মিহির। যখন দেখল কেউ নেই মহিলাকে ডেকে ২ প্য়াকেট চাল দিল। আমি বললাম ২ জনেই দাঁড়াও। তারপরে অনেকে এল।’’ অভিযুক্ত অস্থায়ী কর্মী মিহির বিশ্বাস অবশ্য পাল্টা দাবি করেছেন, “বাড়ির থেকে চালটা এনেছি। ১০ কিলো চাল। মাপা আছে। ১০ কিলো চাল ২০ টাকা করে দিয়েছি। এবার সেই চাল নিয়ে যাব। কোনও চুরি না।’’
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ দায়ের হলে তদন্ত করা হবে। মিড ডে মিলের চাল চুরি করে শৌচাগারে লুকিয়ে রাখার অভিযোগ ঘিরে ২ ডিসেম্বর রণক্ষেত্র হয়ে ওঠে দেগঙ্গার রাজুকবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এবার মিড ডে মিলের চাল চুরির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল গাইঘাটায়। স্থানীয়দের অভিযোগ, এর সঙ্গে স্কুলের প্রধান শিক্ষক তুষার বিশ্বাস জড়িত। তিনি বলেন, তা যদি হত প্রত্যেক মাসে আমাকে হিসেব দিতে হয়। সব হিসেব আছে। এখন আমি হেডমাস্টার ভাল কাজ হলেও আমার উপর দেয়। খারাপ কাজ হলেও আমার উপর দেয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: East Burdwan: বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, রণক্ষেত্র ভাতার