BJP: দলের একাংশের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ, ক্ষোভ উগড়ে ফেসবুক পোস্ট জেলার প্রাক্তন সভাপতির
প্রাক্তন সভাপতির ঘাড়েই দায় চাপিয়েছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস। এ নিয়ে সিবিআই, ইডি-র তদন্ত চেয়ে কটাক্ষ করেছে তৃণমূল।
সমীরণ পাল, বনগাঁ (দক্ষিণ ২৪ পরগনা): দলের একাংশের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতির ফেসবুক পোস্ট (Facebook Post)। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির (BJP) বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি মনস্পতি দেব ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীরা (BJP Worker) কেন্দ্রীয় কমিটির পাঠানো ক্ষতিপূরণের টাকা পায়নি বলে সোশাল মিডিয়ায় (Social Media) ক্ষোভ উগরে দিয়েছেন। ৪১ জনের নামের তালিকা প্রকাশ করে আর্থিক দুর্নীতির তদন্ত দাবি করেছেন বিজেপি নেতা। প্রাক্তন সভাপতির ঘাড়েই দায় চাপিয়েছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস। এ নিয়ে সিবিআই, ইডি-র তদন্ত চেয়ে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।
দলের একাংশের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ। ফেসবুকে (Facebook) বিস্ফোরক পোস্ট বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতির।
ফেসবুক পোস্টে মনস্পতি দেব লিখেছেন, এরা বিজেপি (BJP) বনগাঁ জেলার (Bongaon) হতভাগ্য কর্মী। পোষ্ট পোল ভায়োলেন্সে সব হারিয়েছে, দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এদের জন্য ক্ষতিপূরণের টাকা এসছিল, কিন্ত এরা পায় নি।। এখানে মোবাইল নং দেওয়া আছে যে কেও ভেরিভাই করতে পারেন। এই আর্থিক দুর্নীতির তদন্ত হওয়া উচিত।
আরও পড়ুন: Mamata Banerjee News: কর্মীদের ভুলভ্রান্তিতে মুখ ফিরিয়েছেন মানুষ! বাঁকুড়ায় স্বীকার মমতা
উল্লেখ্য, ফেসবুকে কোচবিহারের (Coochbehar) তৃণমূলের (TMC) প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) সম্পর্কে প্রশস্তি দিনহাটার বিধায়ক উদয়ন গুহর। তাহলে কি কাছাকাছি আসছেন দু’জনে? শুরু হয়েছে জল্পনা। তবে এই ফেসবুক পোস্টকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের বর্তমান জেলা সভাপতি। আর এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
মাটি পাচারের অভিযোগ: নয়ানজুলি সংস্কারের কাজ চলাকালীন পাচার হয়ে যাচ্ছে তাল তাল মাটি। তা দেখেও উদাসীন পুরসভা, প্রশাসন। তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন দলেরই এক নেতা। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।