CPM Rally:রেশন দুর্নীতির প্রতিবাদে হাবড়ায় মিছিল সিপিএমের
North 24 Parganas:রেশন দুর্নীতির প্রতিবাদে হাবড়ায় মিছিল করল সিপিএম। রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডি হেফাজতে হাবড়ার তৃণমূল বিধায়ক ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
উজ্জ্বল মুখোপাধ্যায়, হাবড়া: রেশন দুর্নীতির (Ration Scam) প্রতিবাদে হাবড়ায় মিছিল করল সিপিএম (CPM Rally In Habra)। রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডি হেফাজতে হাবড়ার তৃণমূল বিধায়ক ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন তাঁকে আরও ৭ দিনের ইডি হেফাজত দিয়েছে আদালত। তার মধ্যে ফের মিছিল সিপিএমের।
কী দাবি সিপিএমের?
জ্যোতিপ্রিয় মল্লিকের নির্বাচনী কেন্দ্র হাবড়া। সেখানেই মিছিল করল সিপিএম। তাতে সামিল ছিলেন মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী-সহ জেলা নেতৃত্বরা। যেহেতু এটি ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র ও রাজনৈতিস খাসতালুক, তাই সেখানে মিছিল করে রেশন বণ্টন দুর্নীতির প্রতিবাদে জোরাল বার্তা দিতে চাইল সিপিএম। তাদের দাবি, ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। শুধু তাই নয়। এই দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার দাবিও এদিনের মিছিলের অন্যতম কারণ। মহম্মদ সেলিমের কথায়, 'তৃণমূলের নেতা-মন্ত্রী, বিধায়ক, সাংসদ, কাউন্সিলর পুরসভার চেয়ারম্যান সব টাকা কামানোর ধান্ধায় চুরি করছে। খাদ্য নিয়ে, কেরোসিন তেল নিয়ে, গ্যাস নিয়ে, আবাস যোজনার টাকা নিয়ে, সব জায়গাতেই চুরি করছে। ইডি-সিবিআইকে আগেই আমরা সিজিও কমপ্লেক্সে গিয়ে বলেছি, অপরাধীদের সকলকে ধরতে হবে।' এর আগে, রেশন বণ্টন দুর্নীতি মামলা জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর প্রতিবাদ-বিক্ষোভ দেখিয়েছে বামেরা।
আগেও বিক্ষোভ...
অক্টোবর মাসের শেষ দিকে, রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী গ্রেফতার হওয়ার পর পথে নেমেছিল বামেরা। সে দিন কলকাতার বিভিন্ন জায়গায়, রেশন দোকানের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। জোড়াসাঁকোতে সিপিএমের এরিয়া কমিটির উদ্যোগে রেশন দোকানের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। একই ইস্যুতে কালীঘাটের পটুয়া পাড়ায় রেশন দোকানের সামনেও সিপিএমের বিক্ষোভ হয়েছিল। নির্দিষ্ট করে বললে, ৪২ নম্বর কালিঘাট রোডের রেশন দোকানের পটুয়াপাড়ার সামনে বিক্ষোভ দেখান সিপিএমের কলকাতা জেলা কমিটির সদস্যরা। তাঁদের দাবি, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন বণ্টন দুর্নীতি মামলায় যে ভাবে ইডি গ্রেফতার করেছে, সে ভাবেই বাকি অভিযুক্তদেরও গ্রেফতার করতে হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও ব্যবস্থা করতে হবে, দাবি তাঁদের। পাশাপাশি, রেশন-পরিষেবা যাতে জারি থাকে, সে কথাও দাবি করেছেন সিপিএম নেতারা। অন্য দিকে, রেশন দুর্নীতির অভিযোগে দীপাবলির পর আন্দোলনে নেমেছিল বিজেপিও। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, এই মর্মে জেলা খাদ্য আধিকারিকের দফতরে ডেপুটেশন দেওয়া হবে। তবে এদিন যে ভাবে সিপিএম বিক্ষোভ দেখিয়েছে সেটিকেও আক্রমণ করেন সুকান্ত। তাঁর মতে, রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমানের বাড়বাড়ন্ত হয়েছিল বাম আমলে। নির্দিষ্ট করে বললে, ফরওয়ার্ড ব্লকের উদ্যোগেই ওই ব্যবসায়ীর উত্থান হয়, মনে করেন সুকান্ত।
আরও পড়ুন:'অধিকারী পরিবারের সম্পত্তি নিয়ে কেন তদন্ত হচ্ছে না?', প্রশ্ন শশী পাঁজার