North 24 Paraganas: প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার বাদুড়িয়া থেকে, পুলিশের জালে ১
North 24 Paraganas News: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার গোকনা ব্রিজের উপর থেকে আলাউদ্দিন মণ্ডল নামে এই ব্যক্তিকে, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি বাদুড়িয়ার রঘুনাথপুর গ্রামে।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা: বাদুড়িয়ায় (Baduria) প্রচুর আগ্নেয়াস্ত্র সহ (arms recovered) পুলিশের জালে ধরা পড়লেন এক ব্যক্তি। উদ্ধার হয়েছে ৮টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। কোথাও কি পাচার করা হচ্ছিল সেগুলি? খতিয়ে দেখছে পুলিশ (Police)।
প্রচুর আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ১
ব্রিজের উপর দিয়ে ব্যাগ হাতে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি। হাতেনাতে তাঁকে পাকড়াও করল পুলিশ। ব্যাগ খুলতেই মিলল বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি।
উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার গোকনা ব্রিজের উপর থেকে আলাউদ্দিন মণ্ডল নামে এই ব্যক্তিকে, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বাড়ি বাদুড়িয়ার রঘুনাথপুর গ্রামে।
তাঁর কাছ থেকে একটি সেভেন এম এম পিস্তল, দুটি রিভলবার, তিনটি ওয়ান শটার, দুটি ছররা বন্দুক, একটি ম্যাগাজিন ও ১২ রাউণ্ড গুলি উদ্ধার হয়েছে। বাদুড়িয়ার এসডিপিও অভিজিৎ সিন্হা মহাপাত্র জানান কী কী উদ্ধার হয়েছে।
দুষ্কৃতীদের দৌরাত্ম্য, তার মাঝেই আগ্নেয়াস্ত্র উদ্ধার
ধৃতকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। পানিহাটিতে তৃণমূল কাউন্সিলরকে ভর সন্ধেয় প্রকাশ্যে গুলি করে খুন। তোলা না দেওয়ায় খড়দার পুরানি বাজারে, ব্যবসায়ীদের ধারাল অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ।
আরও পড়ুন: Hingalgung : বাঁধ কেটে জল এনে ব্যবহার হচ্ছে ইটভাটায়, "অশনি" সঙ্কেতে প্রমাদ গুণছেন হিঙ্গলগঞ্জের নদীপাড়ের বাসিন্দারা
পুরভোটের আগে দফায় দফায় বোমাবাজি টিটাগড় ও কামারহাটিতে। সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য নজরে পড়ার মতো। এই প্রেক্ষাপটেই বাদুড়িয়ায় প্রচুর আগ্নেয়াস্ত্র-সহ পুলিশ জালে ধরা পড়ল একজন। অস্ত্রগুলি কোথায়, কেন নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।
অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে আজ অর্থাৎ মঙ্গলবার দুপুরে চারটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ধৃত ওই দুই ব্যক্তির বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। তাদের নাম ফুলবাবু এবং মিলন খান। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি কারবাইন, একটি নাইন এমএম, একটি ৭ এমএম এবং একটি ওয়ান শটার ও ৩৪ রাউন্ড কার্তুজ।