North 24 Parganas:ফের অগ্নিকাণ্ড, এবার বরানগরের আলমবাজার এলাকায় জ্বলে উঠল একটি কাগজ কারখানা
Fire At Alambazar:ফের অগ্নিকাণ্ড, এবার বরানগরের আলমবাজার এলাকায় নারায়ণী সিনেমা হলের কাছে জ্বলে উঠল একটি কাগজ কারখানা। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। বরানগর থানার বিশাল পুলিশ বাহিনীও উপস্থিত রয়েছে ঘটনাস্থলে।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের অগ্নিকাণ্ড (fire), এবার বরানগরের (baranagar) আলমবাজার এলাকায় নারায়ণী সিনেমা হলের কাছে জ্বলে উঠল একটি কাগজ কারখানা (paper mill)। ঘটনাস্থলে দমকলের (fire department) তিনটি ইঞ্জিন। পাশাপাশি বরানগর থানার বিশাল পুলিশ (police) বাহিনীও উপস্থিত রয়েছে ঘটনাস্থলে।
কী ঘটেছে?
কোথা থেকে কী ভাবে আগুন লাগল, তা বহুক্ষণ স্পষ্ট হয়নি। আগুন নেভানোর মরিয়া চেষ্টা করছে দমকল। তখনও সূর্যের আলো পড়েনি। হঠাতই দাউদাউ করে জ্বলে ওঠে কাগজের ওই কারখানা। থিকথিকে ঘন ধোঁয়ায় ভেঙে যায় চার দিক। দ্রুত খবর যায় দমকলে। পৌঁছয় তিনটি ইঞ্জিন। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার প্রাণপণ চেষ্টা চালায় দমকল। ঘটনা হল, কালীপুজোর দিনই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে মহানগর। সেদিন বানতলা চর্মনগরীর একটি ব্যাগ তৈরির কারখানা ও গুদামে আগুন লেগেছিল।
বিধ্বংসী আগুন বানতলায়...
সেদিন চর্মনগরীর জোন ৫-এ কারখানা ও গুদাম মিলিয়ে বিরাট এলাকায় আগুন লেগেছিল। পাঁচ তলা ভবনের বিস্তীর্ণ অংশে আগুনের লেলিহান শিখা দেখা যায় আট ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও। ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। স্থানীয় বাসিন্দাদের ধারণা, কোনও ভাবে বাজি থেকে এই অগ্নিকাণ্ড শুরু হয়ে থাকতে পারে। তবে আগুন লাগার কারণ স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে যা জানা গিয়েছিল, তাতে কারখানা ও গুদামে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ ও রাসায়নিক রাখা ছিল। সম্ভবত তার ফলেই আগুন গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে। চিন্তার বিষয় হল, যখন অগ্নিকাণ্ড শুরু হয়েছে তখনও কারখানার ভিতরে জনা পনেরো শ্রমিক কাজ করছিলেন। তাঁরা আটকে পড়েন। উপায় না দেখে একসময়ে পাঁচ তলার ছাদে ছুটে যেতে হয় তাঁদের। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও দমকলকর্মীদের তৎপরতাতেই তাঁদের উদ্ধার করা সম্ভব যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি হাইড্রলিক ল্যাডার নিয়ে আসে দমকল। সেটি দিয়েই আগুন নেভানোর চেষ্টা করা হয়। তাৎপর্যপূর্ণভাবে এই হাইড্রলিক ল্যাডারই অন্তত ১০ জনের উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কিন্তু তার পরও অনেকক্ষণ উদ্বেগ এখনও কাটেনি। ১৬ ইঞ্জিন প্রাণপণ লড়াই চালায়। আগুনের লেলিহান শিখার সঙ্গে পাল্লা দিয়ে ছড়াতে থাকে উত্তাপ। সঙ্গে কালো ঘন ধোঁয়া। কিন্তু দোতলা থেকে তিনতলায় ছড়িয়ে পড়েছে আগুন। সব মিলিয়ে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয় দমকলকে।
আরও পড়ুন:'শিকড়টি শক্ত ভাবে ধরে থাকা দরকার', মুখ্যমন্ত্রীর থেকে ভাইফোঁটা নেওয়ার পর বললেন শোভন