North 24 Paragana: চাকরির নামে ভুয়ো নিয়োগপত্র, লক্ষাধিক টাকা প্রতারণা, ধৃত অভিযুক্ত
ভুয়ো নিরোগপত্র দিয়ে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পূর্ত দফতরে চাকরি দেওয়ার নাম করে ভুয়ো নিরোগপত্র দিয়ে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম সোমদত্ত। বাড়ি হাঁসখালি থানার বগুলা মধ্যপাড়া এলাকায়। কয়েক মাস আগে অভিযুক্তের বিরুদ্ধে বনগাঁ স্টেশন রোডের বাসিন্দা শান্তনু সাধু থানায় অভিযোগ জানিয়েছিল৷ তারপর থেকে অভিযুক্ত লুকিয়ে ছিল।
শনিবার রাতে ধৃতকে বগুলা এলাকা থেকে গ্রেফতার করে রবিবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। বিচারক ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। যদিও প্রতারিত যুবক জানিয়েছেন , তিনি রেলে ঠিকা শ্রমিকের কাজ করে৷ পূর্ত দফতর রেল, প্রাইমারি স্কুল সহ বিভিন্ন সরকারি দফতরে তাঁর যোগাযোগ রয়েছে বলে দাবী করে৷
অভিযোগকারী জানান, টাকার বিনিময় যুবকদের চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকা নিয়েছিল রাজ্য পূর্ত দফতরে চাকরি দেয়ার নাম করে। প্যানেলে নাম উঠেছে বলে দেখানোও হয়। নবান্নর প্যাডে সরকারি সিল স্ট্যাম্প যুক্ত নিয়োগ পত্র দেয় তাঁর হাতে। তারপরে আরও ৫ লক্ষ টাকা না দিলে তাঁকে কর্মক্ষেত্রে যোগদান করতে দেবে না বলে জানায় অভিযুক্ত৷ এরপর পূর্ত দফতরে যোগাযোগ করতেই বেরিয়ে আসে সত্যি। শান্তনুবাবু জানতে পারে নিয়োগপত্রটি ভূয়ো।
এরপর টাকা ফেরত চাইতেই লুকিয়ে পড়ে অভিযুক্ত। শান্তনু বলেন, সোমদত্ত সঙ্গে প্রদীপ চৌধুরী নামে আরো এক ব্যক্তি রয়েছেন৷ তারা পূর্ত দপ্তরে চাকরির নাম করে বহু ছেলেদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন। তাদের সঙ্গে বিভিন্ন সরকারি অফিসের কর্মীরা যুক্ত রয়েছেন বলে দাবি করেন যুবক। এদের কঠোর শাস্তি দাবি তুলেছেন শান্তনু ।
এই বিষয়ে বনগাঁ মহাকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস জানান, বেকার যুবকদের চাকরি দেওয়ার নাম করে সর্বস্বান্ত করেছে সোম দত্ত নামে ওই ব্যক্তি । তাকে আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।