North 24 Paragana : 'অনুপ্রেরণায়' ডায়মন্ড হারবার মডেল, করোনা আক্রান্তদের পাশে দাঁড়াতে প্রতিটি ওয়ার্ডে থাকছে বিবেক চেতনা দল
Habra Covid Situation : বর্তমানে হাবড়ায় ১৯২ জন করোনায় আক্রান্ত । যার মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে...
সমীরণ পাল, হাবড়া (উত্তর ২৪ পরগনা) : করোনা মোকাবিলায় তৎপর হাবড়া পুরসভা (Habra Municipality)। আক্রান্তদের পাশে দাঁড়াতে প্রতিটি ওয়ার্ডে তৈরি করা হয়েছে বিবেক চেতনা দল। ১০ জন করে প্রতিটি দলে থাকবে। যাঁরা সংক্রমিতদের নানা সুবিধা-অসুবিধার দিকে নজর রাখবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ডায়মন্ড হারবার মডেলের (Diamond Harbour Model) অনুপ্রেরণাতেই এই উদ্যোগ বলে দাবি হাবড়া পুরসভার প্রশাসকের।
গতকাল হাবড়া পুরসভায় সাংবাদিক বৈঠক করেন প্রশাসক নারায়ণ সাহা। তিনি জানান, অভিষেক বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি হাবড়াকে গড়ে তুলতে চান। গত সপ্তাহের মতো আগামী সপ্তাহেও শুক্রবার আবার হাবড়া বন্ধ থাকবে। শনিবার বস্ত্র হাট বন্ধ থাকবে। তবে, জরুরি পরিষেবাগুলি খোলা থাকবে। মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের অনুপ্রেরণায় (Jyotipriyo Mallick's Inspiration) করোনা আক্রান্তদের ২৪ ঘণ্টা পরিষেবা দেওয়ার জন্য পুরসভা থেকে একটি হেল্পলাইন নম্বর (Helpline Number) (৯৬৭৯০৮০৫২৮) চালু করা হয়েছে। হাবড়ার ২৪টি ওয়ার্ডের যে কেউ ফোন করলেই তাঁকে তৎক্ষণাৎ পরিষেবা দেওয়া হবে।
আরও পড়ুন ; করোনা সংক্রমণ ঠেকাতে এবার সিসিটিভি-তে নজরদারি হাবড়ায়
এছাড়াও প্রত্যেকটা ওয়ার্ড থেকে ১০ জন করে স্বেচ্ছাসেবক নিয়ে বিবেক চেতনা গ্রুপ বানানো হয়েছে। আক্রান্তদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া থেকে শুরু করে খাবার, ওষুধ পৌঁছে যাবে ওই হেল্প লাইন নম্বরে ফোন করলেই। করোনায় বর্তমানে যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের হাবড়া পুরসভার পক্ষ থেকে কনসালটেশন ও ফলোআপ করা হচ্ছে। পুর প্রশাসক আরও বলেন, সকলকে মাস্ক পরতে ও করোনা বিধি মেনে দূরত্ব বজায় রাখতে অনুরোধ করা হচ্ছে। এইভাবে বন্ধ করে যদি পরিস্থিতি ভালর দিকে না যায়, তাহলে অন্য চিন্তাভাবনা করা হবে।
বর্তমানে হাবড়ায় ১৯২ জন করোনায় আক্রান্ত । যার মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ৩ নম্বর ওয়ার্ডে শংকর ঘোষের মৃত্যু হয়েছে।