North 24 Parganas: ইছামতীতে নৌকা করে পাচারের সময়ে উদ্ধার সাড়ে ৪১ কেজি সোনা
বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় সোনা পাচারকারীরা। নৌকায় উদ্ধার ৩২১টি সোনার বিস্কুট, ৪টি সোনার বার, ১টি সোনার কয়েন।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময়ে উদ্ধার সাড়ে ৪১ কেজি সোনা! বনগাঁর গুনারমাঠে সাড়ে ৪১ কেজি সোনা উদ্ধার করল বিএসএফ। ইছামতীতে নৌকা করে পাচারের সময় উদ্ধার ২১ কোটি টাকার সোনা। বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় সোনা পাচারকারীরা। নৌকায় উদ্ধার ৩২১টি সোনার বিস্কুট, ৪টি সোনার বার, ১টি সোনার কয়েন। উদ্ধার সোনার বাজারমূল্য ২১ কোটি ২২ লক্ষ টাকা। বিএসএফের হাতে বাজেয়াপ্ত পাচারকারীদের মোবাইল ফোন।
কোচবিহারে আটক বাংলাদেশী: দিনহাটা মহকুমায় ছাবরী ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের হাতে নকল ভারতীয় আধার কার্ড-সহ ১০ বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে দিনহাটা দু-নম্বর ব্লকের ছাবরী ভারত-বাংলাদেশ সীমান্তে দিয়ে অবৈধভাবে পারাপারের সময়ে বিএসএফ ১৯২ নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত জওয়ানদের হাতে আটক হয় ওই ১০ জন বাংলাদেশি নাগরিক।
বিএসএফ সূত্রে আরও জানা গিয়েছে, ১০ জন বাংলাদেশী নাগরিকদের নাম মাসুদ আলী (২০),মুজিবর শেখ (৫২),হাজিদুল হক (৩৫) ফুলিয়ান বিবি (৩৮),ইশারত বেগম (৩৫),অনু বিবি(৩৮), মরিজাম খাতুন(১২),আসমা খাতুন(২),আকাশ মিয়া (৭),আব্দুল আলম (৩)।
আজ বৃহস্পতিবার দুপুরে তাদের সকলকে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এর পর তাঁদের সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়। বিএসএফ সূত্রে খবর, এই দলটি হরিয়ানায় কাজ করছিল। সম্প্রতি বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে এরা সীমান্ত এলাকায় আশ্রয় নেয়, সেখান থেকে বুধবার রাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার সময়ে বিএসএফ তাদের আটক করে। এর আগে এই দলের একজনকে আটক করে বিএসএফ। সূত্রের খবর, এই দলে মোট ১৭ জন ছিল। বাকি দের খোঁজ শুরু করেছে পুলিশ বিএসএফ
কিছুদিন আগে কেএলও জঙ্গি সন্দেহে শিলিগুড়ি থেকে একজনকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতের বাড়ি কোচবিহারে। সূত্রের খবর, অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে নেপাল পাড়ি দিচ্ছিল ওই ব্যক্তি।
মাস ছয়েক ধরেই উত্তরবঙ্গের বেশকিছু জায়গায় KLO জঙ্গিদের গতিবিধির আভাস পাওয়া যাচ্ছিল। এবার রীতিমতো আঁটঘাট বেঁধে ভারত-নেপাল সীমান্তে ওৎ পেতে থেকে KLO জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল এসটিএফ। ধৃত ধনকুমার বর্মন কোচবিহারের বক্সিরহাটের বাসিন্দা। এসটিএফ সূত্রে খবর, নাশকতার উদ্দেশ্যে অস্ত্র সংগ্রহ করতেই নেপাল যাচ্ছিলেন ওই ব্যক্তি।