North 24 Pargana: ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে ভ্যাকসিন বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ ছোট জাগুলিয়ায়
North 24 Pargana: ভ্যাকসিন বিক্রির চাঞ্চল্যকর অভিযোগকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে প্রশাসনে। ভ্যাকসিন বিক্রি করার অভিযোগ উঠেছে খোদ ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে।
সন্দীপ সরকার ও সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভ্যাকসিন বিক্রি করার চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ছোট জাগুলিয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে। অন্য এলাকায় এক গ্রাহকের বাড়িতে গিয়ে ভ্যাকসিন দিয়ে টাকাও নেওয়া হয়েছে বলে অভিযোগ। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। অভিযুক্ত ব্লক স্বাস্থ্য আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্ত হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
সর্ষের মধ্যেই ভূত!! ভ্যাকসিন বিক্রির চাঞ্চল্যকর অভিযোগকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে প্রশাসনে। ভ্যাকসিন বিক্রি করার অভিযোগ উঠেছে খোদ ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধে। ভাইরাল অডিও টেপে ধরা পড়েছে টাকার লেনদেন নিয়ে কথোপকথন।
এই প্রেক্ষিতে অভিযুক্ত ব্লক স্বাস্থ্য আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। অভিযোগ, উত্তর ২৪ পরগনার বারাসাতের ছোট জাগুলিয়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক তাঁর এলাকা ছেড়ে এক নম্বর এয়ারপোর্টের এক বাসিন্দার বাড়িতে গিয়ে করোনার ভ্যাকসিন দিয়ে এসেছেন। ভ্যাকসিন দিয়ে টাকাও নেওয়া হয় বলে অভিযোগ।
এই সংক্রান্ত একটি হোয়াটসঅ্যাপ অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। অভিযোগ, সেই অডিও ক্লিপে এক আধিকারিককে ভ্যাকসিন গ্রাহকের থেকে নেওয়া টাকা ফেরত দিতে বলতে শোনা গেছে। অভিযোগ প্রসঙ্গে সাফাই দিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকরিক।
এই অভিযোগ ওঠার পর নবান্নের নির্দেশে সিএমওএইচ তদন্ত করেন। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, CMOH তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছেন। পুলিশের কাছে FIR করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিএওএইচকে সাসপেন্ড করা সহ প্রয়োজনীয় পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে রাজপুর-সোনারপুর পুরসভার পর কসবা থানা, তারপর ফের রাজপুর-সোনারপুর পুরসভা। ফের পোশাক-ফতোয়া নিয়ে বিতর্ক। এবার পোশাক ফতোয়া ভ্যাকসিনেশনেও। তৃণমূল পরিচালিত রাজপুর-সোনারপুর পুরসভার অফিসেই তৈরি হয়েছে ভ্যাকসিনেশন কেন্দ্র। নির্দেশিকায় লেখা, অফিস চত্বরে হাফ প্যান্ট পরে ঢোকা নিষেধ। আদেশানুসারে রাজপুর-সোনারপুর পুরসভা। শুক্রবার মাকে নিয়ে সেখানে করোনার টিকার প্রথম ডোজ নিতে যান সোনারপুরের বাসিন্দা এই যুবক। অভিযোগ, হাফ প্যান্ট পরে থাকায় ভ্যাকসিন না দিয়ে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়।