North 24 Pargana: সাতসকালে হঠাৎ গুলির আওয়াজ, আতঙ্ক এলাকায়
North 24 paragana Shootout: গুলিতে কেউ জখম হয়েছে কি না, কী কারণে গুলি চলল, তা খতিয়ে দেখা হচ্ছে।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: এবার উত্তর ২৪ পরগনার রহড়ার জি সি রোডে গুলির আওয়াজে আতঙ্ক। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলির একটি খোল উদ্ধার করে। গুলিতে কেউ জখম হয়েছে কি না, কী কারণে গুলি চলল, তা খতিয়ে দেখা হচ্ছে। আসানসোল, গোয়ালপোখর, জগদ্দল, বিষ্ণুপুর, পাণ্ডুয়ার পর এবার রহড়া। গত কয়েকদিনে রাজ্যে পরপর শ্যুটআউটের ঘটনা ঘটেছে।
গত মাসেই মুর্শিদাবাদে চলল গুলি। ডোমকলে গুলিবিদ্ধ হলেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট ছিল অন্য কেউ, ভুলবশত তাঁকে গুলি করে দুষ্কৃতীরা।
৪ দিনে দু-বার! মুর্শিদাবাদে ফের চলল গুলি। এবার, ডোমকলে গুলিবিদ্ধ হলেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায়, তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার পাশে বসে বন্ধুদের সঙ্গে মোবাইল দেখছিলেন পেশায় নির্মাণকর্মী এই যুবক।
সেই সময় স্কুটারে করে দুই দুষ্কৃতী এসে খুব কাছ থেকে পরপর দুটি গুলি করে। একটি লক্ষভ্রষ্ট হলেও, একটি গুলি লাগে ওই যুবকের পেটে।
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়, ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে, তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আক্রান্তের পরিবারের দাবি, টার্গেট অন্য কেউ ছিলেন। ভুলবশত এই যুবককে গুলি করে দুষ্কৃতীরা।
এ দিন মুর্শিদাবাদের রানিনগরের গুলি করা হয়, তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক ও লোচনপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আলতাব আলিকে। পরের দিন তাঁর মৃ্ত্যু হয়।
নওদায় বোমাবাজি, ২৫ জানুয়ারি। ওই দিনই বোমাবাজির ঘটনা ঘটে নওদায়। আর, তার তিন দিনের মধ্যেই এবার, ডোমকলে গুলিবিদ্ধ হল এক যুবক। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।
আরও পড়ুন- শরীরে জমেছিল প্রাণঘাতী পারদ, কলকাতা মেডিক্যালে বিরল অস্ত্রোপচারে বাঁচল তরুণের প্রাণ
দিন কয়েক আগেই হুগলির পাণ্ডুয়ায় (Pandua Shoot Out) গাড়ি চালককে গুলি করে খুনের অভিযোগে একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি বিহারের আরা জেলায়। অভিযোগ, গতকাল সকালে জনবহুল জিটি রোডে গাড়ি থামিয়ে চালক উদয়ন বিশ্বাসকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ৪ দুষ্কৃতী। গাড়ি ছিনতাই করে পালানোর সময়, খন্ন্যানের কাছে পুলিশ পথ আটকায়। এক দুষ্কৃতী ধরা পড়লেও, বাকিরা পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অপরাধমূলক কাজের জন্যই গাড়ি ছিনতাই করা হয়েছিল। এই ঘটনায় ছিনতাই ও খুনের মামলা রুজু হয়েছে।