TMC MLA Controversial Comment : আমডাঙা থানার আইসিকে মাটি মাফিয়া বলে বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের
North 24 parganas Political Tussel : পুলিশ সূত্রে দাবি, আইসি-র বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। আর এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
সমীরণ পাল, আমডাঙা (উত্তর ২৪ পরগনা) : উত্তর ২৪ পরগনার (North 24 parganas) আমডাঙা থানার (Amdanga Police Station) আইসিকে মাটি মাফিয়া বলে বিস্ফোরক অভিযোগ করলেন স্থানীয় তৃণমূল বিধায়ক (TMC MLA) রফিকুর রহমান। যদিও আমডাঙা পঞ্চায়েত সমিতির তৃণমূলের পরিষদীয় দলনেতার বক্তব্য, বেআইনি কারবার বন্ধে নিজেদেরই উদ্যোগ নিতে হবে। পুলিশ সূত্রে দাবি, আইসি-র বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। আর এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)।
ঠিক কী ঘটেছে
আমডাঙা থানার IC অঞ্জনকুমার দত্ত মাটি মাফিয়া, স্থানীয় তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের এই বিস্ফোরক অভিযোগ ঘিরে সরগরম উত্তর ২৪ পরগনার রাজনৈতিক মহল। কেন এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এমন অভিযোগ করলেন খোদ শাসক দলের বিধায়ক? রফিকুর রহমানের দাবি, দীর্ঘদিন ধরে আমডাঙার বিভিন্ন এলাকায় বেআইনি ভাবে মাটি কাটা হচ্ছে। IC’র মদতেই বেআইনি কারবার চলছে। কিন্তু প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক।
বিধায়ক-আইসি সংঘাত
দীর্ঘদিন ধরে একাধিক ইস্যুতে IC’র সঙ্গে তৃণমূল বিধায়কের সংঘাত চলছে। বিধায়কের অনৈতিক কাজকে সমর্থন না করাতেই, IC’র বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। বেআইনি মাটি কারবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সূত্রে খবর, আমডাঙার তৃণমূল বিধায়ক মাটি কাটা নিয়ে পুলিশের কাছে নালিশ করেছিলেন। তখনই জানানো হয়েছিল, রীতিমতো রয়্যালটি দিয়ে মাটি কাটা হয়েছে। সেই মাটি কল্যাণী এক্সপ্রেসওয়ের সম্প্রসারণের জন্য ব্যবহার করা হচ্ছে।
এদিকে, IC’র বিরুদ্ধে তৃণমূল বিধায়কের অভিযোগ প্রসঙ্গে শাসক দলের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। এর আগে মালদার রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ও, রতুয়া থানার আইসির বিরুদ্ধে মাফিয়া-যোগের অভিযোগ করেছিলেন। যদিও মালদার পুলিশ সুপার দাবি করেছেন, পুলিশ কোনও অনৈতিক কাজে যুক্ত নয়। এবার একই অভিযোগ উঠল আমডাঙায়।