Fake IPS Arrested: তরুণীকে 'প্রতারণা ও হুমকি', দত্তপুকুর থেকে গ্রেফতার আরেক ভুয়ো আইপিএস অফিসার
রাজর্ষি ভট্টাচার্যের পর এবার রাজু দেবনাথ...
সমীরণ পাল, দত্তপুকুর: পুলিশের জালে আরও এক ভুয়ো আইপিএস অফিসার। আইপিএস পরিচয় দিয়ে তরুণীকে ৩ লক্ষ টাকা প্রতারণা ও হুমকি দেওয়ার অভিযোগে দত্তপুকুরের হাটখোলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ।
রাজর্ষি ভট্টাচার্যের পর এবার রাজু দেবনাথ। ফের পুলিশের জালে ভুয়ো আইপিএস। বেলঘরিয়ার বাসিন্দা এক তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
তরুণীর অভিযোগ, আইপিএস পরিচয়ে প্রেমের সম্পর্ক গড়ে তাঁর কাছ থেকে ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন রাজু দেবনাথ। তরুণীর দাবি, প্রথমে সোশ্যাল মিডিয়ায় আলাপ। তারপর বন্ধুত্ব থেকে প্রেম।
এরপর নানা অছিলায় তাঁর কাছে টাকা চাইতে শুরু করেন রাজু। বিশ্বাস করে দফায় দফায় ৩ লক্ষ টাকা দিয়েও বসেন তিনি। এরপর বিয়ের কথা বলতেই বেঁকে বসেন তরুণ। এতেই সন্দেহ হয় তাঁর।
টাকা ফেরত চাইলে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেন রাজু। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে রবিবার বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন তরুণী।
এদিন রাতেই দত্তপুকুরের হাটখোলার বাসিন্দা বছর ২২-এর রাজু দেবনাথকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে আইপিএস লোগো দেওয়া একটি উর্দিও পাওয়া যায়।
অভিযুক্তের প্রতিবেশীর দাবি, অনেককে প্রতারণা করেছে রাজু দেবনাথ। আগেও ঝামেলা হয়েছে। অভিযুক্তের বাবা জানিয়েছেন, আগে ইঞ্জিনিয়ারিং পড়ত ছেলে। গত ২ বছর সেসব পাঠ চুকিয়েছে সে। তিনি বলেন, পুলিশ নিয়ে গেছে, ও কি ডিউটি করত বুঝতাম না। ক্যাব আসত, তাতে করে যেত।
বেলঘরিয়া থানা সূত্রে খবর, জেরায় অভিযুক্ত জানিয়েছেন, আগেও এভাবে বেশ কয়েকজনকে প্রতারণা করেছেন তিনি। তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ। সোমবার ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়।
আরও পড়ুন: ভুয়ো আইপিএস রাজর্ষির বেলঘরিয়ার বাড়িতে তল্লাশি, মিলল প্রচুর অস্ত্র-গুলি, ব্লেজার-উর্দি
আরও পড়ুন: পুলিশের পোশাকেই নীল বাতি লাগানো গাড়িতে মদ্যপান! চন্দননগরে গ্রেফতার হলেন ভুয়ো DSP
আরও পড়ুন: রাজ্যে ফের ভুয়ো পুলিশ অফিসারের হদিশ, প্রতারণার অভিযোগে গ্রেফতার বরানগরের বাসিন্দা