Jyotipriyo Mullick: ভবঘুরেদের খাওয়ানোর ব্যবস্থা, হাবড়ায় জ্যোতিপ্রিয়র জন্মদিন পালন
Jyotipriyo Mullick Birthday: তিনি জেলবন্দি, কিন্তু উদযাপনে নেই খামতি। জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রীর জন্মদিন পালন করলেন তাঁর অনুগামীরা।
হাবড়া: রেশন বণ্টন (Ration Scam) দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick)। এখন তিনি জেলবন্দি। এই প্রেক্ষাপটেই আজ হাবড়ায় (Habra) তাঁর জন্মদিন পালন করলেন জ্যোতিপ্রিয় মল্লিকের অনুগামীরা।
জ্যোতিপ্রিয়র জন্মদিন পালন: রেশন দুর্নীতি মামলায় তিনি জেলবন্দি। কিন্তু জন্মদিন উদযাপনে নেই খামতি। জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রীর জন্মদিন পালন করলেন তাঁর অনুগামীরা। এদিন হাবড়া পুরসভার ২২ নং ওয়ার্ডে ভবঘুরেদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। ছিলেন হাবড়া পুরসভার (Habra Municipality) চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা, ভাইস চেয়ারম্যান সীতাংশু দাস-সহ অন্যান্য তৃণমূল কর্মী-সমর্থকরা। এদিন চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা বলেন, "আমরা আশা করছি সুবিচার পাবেন। স্বমহিমায় আমাদের মাঝে আসবেন। হাবড়ার মানুষের জন্য কাজ করবেন।''
২০১১ থেকে ১০ বছর রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেইসময় রেশনে দুর্নীতির অভিযোগে নদিয়া, কলকাতার একাধিক থানায় FIR করা হয়। এদিকে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে জমা দেওয়া রিপোর্টে বিস্ফোরক দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাদের দাবি, খাদ্যমন্ত্রী থাকাকালীন রেশন দুর্নীতি নিয়ে পুরোপুরি ওয়াকিবহাল ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। রেশন ব্যবস্থায় যে দুর্নীতি হচ্ছে, সেরকম একাধিক অভিযোগ এসেছিল তাঁর কাছে।আর এখানেই প্রশ্ন জোরাল হচ্ছে, তাহলে কি সব জেনেশুনেও কোনও ব্যবস্থা নেননি প্রাক্তন খাদ্যমন্ত্রী?
ইডি সূত্রে দাবি, আদালতে জমা দেওয়া রিপোর্টে উল্লেখ রয়েছে, জেরার সময় প্রাক্তন খাদ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, রেশন দুর্নীতি নিয়ে যে একাধিক অভিযোগ উঠেছিল, সেই বিষয়ে তিনি কিছু জানতেন কিনা। ইডি সূত্রে দাবি, তাতে সম্মতি জানান জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, একাধিক অভিযোগ জমা পড়েছিল। বিষয়টা তাঁর জানা ছিল। ইডির অফিসাররা প্রশ্ন করেন, সব জানার পরও, তৎকালীন খাদ্যমন্ত্রী হিসেবে তিনি বা তাঁর খাদ্য দফতর কোনও ব্যবস্থা নেয়নি কেন? ব্যবস্থা না নেওয়ার জন্য তাঁর ওপর কি কোনও চাপ ছিল? সূত্রের দাবি, উত্তরে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, পুলিশ তদন্ত করছিল বলেই, খাদ্য দফতর আর কোনও ব্যবস্থা নেয়নি। কিন্তু, রেশন দুর্নীতিতে পুলিশের তদন্ত নিয়েও ইতিমধ্য়েই বড়সড় প্রশ্ন উঠেছে। ইডির তদন্তকারীরা মনে করছেন, রেশনে দুর্নীতির অভিযোগ পুলিশের কাছে জমা পড়লেও সেই তদন্ত ঠিকঠাক করে করা হয়নি। রেশন দুর্নীতির কোনও মাথাকে গ্রেফতারও করেনি পুলিশ। ইডি সূত্রে দাবি, এ নিয়ে জেলে গিয়ে ফের জেরা করা হবে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে।
আরও পড়ুন: Chhath Puja 2023: দূষণমুক্ত রাখতে হবে শহরের ফুসফুসকে, ছট পুজোয় প্রবেশ নিষিদ্ধ দুই সরোবরে