Fraud Case: মোদির রাজ্যে বড়সড় ব্যাঙ্ক প্রতারণা, গুজরাত পুলিশের জালে বাংলার যুবক !
Bengal Boy Arrested on Gujarat Fraud Case: অ্যাকাউন্ট থেকে ১১ লক্ষ টাকা উধাও করার অভিযোগে দেগঙ্গার এক যুবককে গ্রেফতার করল গুজরাতের পুলিশ।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ব্যাঙ্ক প্রতারণার ( Bank Fraud Case) শিকার গুজরাতের এক বাসিন্দা। অ্যাকাউন্ট থেকে উধাও প্রায় ২৯ লক্ষ টাকা। এপ্রিল মাসে এই ঘটনাটি ঘটে। তারপরে ওই ব্যক্তি গুজরাতের ভাদোদরা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন। অ্যাকাউন্ট থেকে ১১ লক্ষ টাকা উধাও করার অভিযোগে দেগঙ্গার এক যুবককে গ্রেফতার করল গুজরাত পুলিশ। তাকে আজ বারাসাত আদালতে পেশ করার কথা।সেখান থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে গুজরাতে। তবে প্রশ্ন উঠেছে, গুজরাতের ওই বাসিন্দার অ্য়াকাউন্ট থেকে বাকি টাকা প্রতারণার ঘটনায় আরও কে কে জড়িয়ে ? গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
প্রসঙ্গত, বাইশ সালে রাজ্যে একাধিক প্রতারণার ঘটনা ঘটে। শুধু ধরণটা হয়তো আলাদা। তবে বেশিরভাগ ক্ষেত্রে বিপুল টাকার প্রতারণা করা হয়েছে। গত মাসে ব্যাঙ্কে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ ওঠে শহরে। ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ১০ মহিলা সহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। সংস্থার কর্ণধার হাসিবুর রহমানকেও গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। উদ্ধার করা হয় একাধিক ইলেকট্রনিক গ্যাজেটও। সেক্টর ফাইভের এসডিএফ বিল্ডিংয়ে অফিস খুলে ‘প্রতারণা’ ওঠে। পাশাপাশি, ডিসেম্বর মাসে নিউটাউনে ফের ভুয়ো কল সেন্টারের (Fake Call Center) হদিশ মিলল। অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করল ইকো পার্ক (Eco Park) থানার পুলিশ। অভিযোগ, নামী সংস্থার মোবাইল টাওয়ার বসানোর নামে টাকা হাতানোর কারবার ফেঁদে বসে প্রতারকরা। টাকা বিনিয়োগ করলে মোটা অঙ্কের রিফান্ড মিলবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় বলে অভিযোগ। এই প্রতারণা চক্রের জাল কতদূর ছড়িয়ে, তদন্তে নামে ইকো পার্ক থানার পুলিশ।
অপরদিকে, কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা প্রকল্পে (Ujjala Yajana) বাড়তি ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ ওঠে। জানা যায়, হাওড়ার (Howrah) জগত্বল্লভপুর থানা এলাকার বাসিন্দা, কমপক্ষে ১৫ জন গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। হাওড়া গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইন বিভাগ তদন্ত শুরু করেছে। উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। তাতেই বাড়তি ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ উঠল হাওড়ায় (Howrah)! পুলিশ সূত্রের খবর, এভাবে কমপক্ষে ১৫ জন গ্রাহকের অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে প্রতারকরা! হাওড়ার জগত্বল্লভপুর থানা এলাকার শিবতলা, দক্ষিণ খাঁ পাড়া, কালীতলা বাজার এলাকায় একাধিক গ্রাহক প্রতারকদের ফাঁদে পড়েছেন বলে অভিযোগ!
আরও পড়ুন, শুভেন্দুর সভায় মৃত্যুর জের, সস্ত্রীক জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের
কীভাবে চলছে প্রতারণা (Fraud)? অভিযোগকারীদের দাবি, দিল্লির (Delhi) গ্যাসের অফিস থেকে ফোন করছি বলে জানাচ্ছে প্রতারকরা। গ্রাহকের গ্যাসের কাস্টমার নম্বর পর্যন্ত বলে দিচ্ছে তারা। প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, গ্যাসের সিলিন্ডার বাবদ ৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে। কথার প্যাঁচে ফেলে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য হাসিল করছে প্রতারকরা। এরপর মোবাইল ফোনে আসা OTP নম্বর জানতে চাইছে। OTP নম্বর বলার কিছুক্ষণের মধ্যেই গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা গায়েব হয়ে যাচ্ছে। গোটা ঘটনা প্রকাশ্যে আসার পর আরও সতর্ক গ্রাহক এবং সক্রিয় পুলিশ প্রশাসন।