Sougata Roy: 'তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে', হুমকি সৌগত-র
Sougata Roy on TMC Critics: কল্যাণ-অসিতের পর এবার 'অনুব্রত মণ্ডলের ভাষা' সৌগত রায়ের মুখে। কী বললেন সৌগত রায়।
কামারহাটি, উত্তর ২৪ পরগণাঃ কল্যাণ-অসিতের পর এবার 'অনুব্রত মণ্ডলের ভাষা' সৌগত রায়ের মুখে (Sougata Roy)। বিরোধীদের নিশানা করে বেলাগাম তৃণমূল সাংসদ। ‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।' কামারহাটিতে হুমকি সৌগত রায়ের।
প্রসঙ্গত, রাজ্যে মুখ খোলা এবং মুখ খুলে বিস্ফোরক মন্তব্যের উদাহরণ ভুরিভুরি। সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'বদলার বদলে বদলা চাই।' পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) গ্রেফতারির পর এমনটাই হুঙ্কার দেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ (TMC MP) কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। চুঁচুড়ার জনসভায় তিনি বললেন, 'মমতাদি বলেছিলেন বদলা নয়, বদল চাই। আমি বলছি বদল নয়, বদলা চাই।'তিনি বলেন, 'আমাকে ক্ষমা করবেন মমতাদি, বলে ফেললাম। কিন্তু আপনি যে মানসিকতা নিয়ে বলেছিলেন, সেই মানসিকতার লোক বিরোধী শিবিরে নেই। আপনার অনেক বড় মানসিকতা। কিন্তু আজ বিজেপি, কংগ্রেস, সিপিএম যে ভাবে নোংরামি করছে আমাদের সে দিনই বলা উচিত ছিল বদলার বদলে বদলা চাই।'
আরও পড়ুন, 'তৃণমূল উপ প্রধানের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই হামলা', ক্যানিংকাণ্ডে বিস্ফোরক তথ্য
'কেউ চোর বললে পাল্টা হবে', সংযোজন চুঁচুড়ার জোড়াফুল বিধায়ক (TMC MLA) অসিত মজুমদারের। একই মঞ্চ থেকে চুঁচুড়ার জোড়াফুল বিধায়ক অসিত মজুমদার বলেন, 'কোথাও যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসম্মান করেন পাল্টা জবাব দাও।' আর এবার সেই বিতর্কের আগুনই উসকে দিয়ে সৌগত রায় হুমকি দিয়ে বলেন ‘তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তৃণমূলের সব চোর বলে মিছিল করলে পার্টি অফিসে ঢুকে যেতে হবে।'
অপরদিকে, বিতর্কিত মন্তব্যের পর বিষয়টি নিয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয়। তিনি বলেন,'আইন আইনের পথে চলবে, বিরোধী বন্ধুরা অসভ্যতা করছেন। অনেকের ধৈর্যের বাঁধ ভাঙছে, এসব করবেন না। তৃণমূলের সকলে খারাপ এটা ঠিক নয়।' সঙ্গে সংযোজন, বিরোধীরা বলে দিতে পারেন না কার জন্য রাস্তায় নামবেন আর কার জন্য নামবেন না। তাঁর কথায়, 'যেটাকে আমরা অন্যায় ভেবেছি, যেটাকে অন্যায় দেখেছি। নিশ্চিতভাবে দলের তরফে তার ব্যাপারে শৃঙ্খলারক্ষা কমিটিতে বৈঠক হয়েছে এবং আমরা আমাদের কথা বলেছি।' রাজ্যের মন্ত্রী স্পষ্ট বলেছেন, 'বিরোধীরা যে আচরণ করছেন, সেটা ঠিক নয়।'