এক্সপ্লোর
North 24 Parganas News: 'পার্থ ভৌমিক এই জেলায় চাবি ঘোরানোর কে?' ক্ষোভপ্রকাশ মমতা ঠাকুরের ! ২৬-র আগে শাসক কোন্দল প্রকাশ্যে
Mamata Thakur Attacks Partha Bhowmik: জেলা সভাপতির সামনে পার্থ ভৌমিককে সম্পর্কে ক্ষোভপ্রকাশ মমতা ঠাকুরের !

'পার্থ ভৌমিক এই জেলায় চাবি ঘোরানোর কে?' ক্ষোভপ্রকাশ মমতা ঠাকুরের ! ২৬-র আগে শাসক কোন্দল প্রকাশ্যে
Source : ABP ANANDA
উত্তর ২৪ পরগনা: ছাব্বিশের আগে উত্তর ২৪ পরগনায় প্রকাশ্যে শাসক কোন্দল। 'পার্থ ভৌমিক এই জেলায় চাবি ঘোরানোর কে? কেন পার্থ ভৌমিকের কথা মতো জেলার কাজ চলবে?', জেলা সভাপতির সামনে পার্থ ভৌমিককে সম্পর্কে ক্ষোভপ্রকাশ মমতা ঠাকুরের।
দিল্লি যাওয়ায় বনগাঁ সাংগঠনিক জেলার প্রথম বৈঠকে থাকতে পারেননি মমতা ঠাকুর। জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসকে বৈঠক পিছনোর অনুরোধ মমতা ঠাকুর। পার্থ ভৌমিকের নির্দেশে ওই বৈঠক হয়ে গেছে, মমতা ঠাকুরকে জানান বিশ্বজিৎ দাস। ঘটনা ঘিরে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল
'এই নিয়ে জেলা সভাপতি কথা বলবেন' , বিতর্ক এড়িয়ে প্রতিক্রিয়া পার্থ ভৌমিকের।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















