North 24 Parganas: পুকুর থেকে উদ্ধার দেহ, যুবকের রহস্যজনক মৃত্যুতে অভিযোগ উঠছে ত্রিকোণ প্রেমের সম্পর্কের
দশমীর দিন মধ্যমগ্রাম পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের শ্রীপুরের একটি পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : নবমীর (Durga Maha Navami) দিন দুপুরে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে যান বছর পঁচিশের শুভদীপ বে। সন্ধের পর থেকে তাঁর মোবাইল ফোনটিও বন্ধ হয়ে যায়। অনেক খোঁজ করেও তাঁর কোনও সন্ধান পাননি পরিবারের সদস্যরা। গতকাল তাঁর দেহ উদ্ধার হয় পুকুর থেকে। নিউ ব্যারাকপুরের (New Barrackpore) যুবকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন - North 24 Paragana: নর্দমায় বস্তাভর্তি ভোটার কার্ড, চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগরে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পঁচিশের যুবক শুভদীপ বে নিউ ব্যারাকপুরের (Barrackpore) বাসিন্দা। নবমীর দিন দুপুরে তিনি বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে যা। অনেক রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর মোবাইলে ফোন করলে দেখেন যে, ফোনটি বন্ধ। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেন তাঁরা। কিন্তু কোথাও থেকেই তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি বলে জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে। অবশেষে দশমীর দিন মধ্যমগ্রাম পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের শ্রীপুরের একটি পুকুর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
আরও পড়ুন - Weather Updates: উপকূলবর্তী জেলাগুলিতে বইতে পারে ঝোড়ো হাওয়া, শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, শুভদীপকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রাথমিকভাবে যুবকের দেহে কোনও চোট আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে, কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা জানার জন্য় দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এলাকাবাসীদের পক্ষ থেকে জানা গিয়েছে, এলাকারই এক গৃহবধূর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন ওই যুবক। বেশ কিছুদিন ধরেই সেই সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ত্রিকোণ প্রেমের সম্পর্কের কারণেই যুবককে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। যুবকের রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।






















