TMC: 'জোর করে ভোট নয়, ছাপ্পা ভোটে মদত দিলে জেলে', দলীয় কর্মীদের হুঁশিয়ারি সৌগতর
Sougata Ray on Vote: সেই সভা থেকেই দলীয় কর্মীদের হুঁশিয়ারির সুরে সৌগত বলেন, "জোর করে ভোট করানো যাবে না। ছাপ্পা ভোটে মদত দিলে জেলে যেতে।"
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর সম্প্রতি উপনির্বাচনেও জয় লাভ করেছে তৃণমূল কংগ্রেস। খড়দা, গোসাবা, শান্তিপুর, দিনহাটায় জিতেছে ঘাসফুল শিবির। যদিও বিরোধী বিজেপির দাবি, সবটাই ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল। সামনেই পুরভোট। সেই আবহে এবার দলীয় কর্মীদের বিশেষ বার্তা দিলেন দলের বষীয়ান নেতা ও সাংসদ সৌগত রায়।
রবিবার বিলকান্দা এলাকায় খড়দার সদ্য নির্বাচিত বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের সম্বর্ধনা সভা ছিল। সেই সভা থেকেই দলীয় কর্মীদের হুঁশিয়ারির সুরে সৌগত বলেন, "জোর করে ভোট করানো যাবে না। ছাপ্পা ভোটে মদত দিলে জেলে যেতে।" এমনকী সেখানে গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে নেন তৃণমূল সাংসদ, এমনটাই জানা গিয়েছে।
দলের বর্ষীয়ান নেতার কথায়, "দলের মধ্যে মারামারি করলে, বহিষ্কার করা হবে।" পাশাপাশি, একে অন্যের সভায় যোগ না দেওয়ার অভিযোগ উঠলে রেয়াত করা হবে বলেও দলের বিক্ষুব্ধদের কড়া বার্তা দেন সৌগত রায়। এদিকে, তৃণমূল নেতার মন্তব্যর পাল্টা কটাক্ষ করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং, তিনি বলেন, তৃণমূলে কেউ কারও কথা শোনে না। সৌগত রায়ের কথাই বা কে শুনবে।
আরও পড়ুন, 'টেবিলের তলায় লুকোচ্ছে পুলিশ', ত্রিপুরায় পৌঁছে মন্তব্য অভিষেকের
এদিকে, কলকাতা(Kolkata)-হাওড়ায়(Howrah) আগামী ১৯ ডিসেম্বর ভোট করানোর পক্ষপাতী রাজ্য। সব পুরসভার একসঙ্গে ভোট করানোয় আপত্তি জানিয়ে মামলা করেছে বিজেপি। প্রার্থীরা বিচারাধীন তাই এখনই পুরভোট করতে রাজি নয় রাজ্য কমিশন। নভেম্বরের শুরুতেই পুরভোটের দিনক্ষণ নিয়ে রাজ্যের প্রস্তাবে সম্মতি দেয় রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোটে কমিশন সম্মতি দিয়েছে বলে জানা যায়। রাজ্যের প্রস্তাব মতোই ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোট আয়োজনের ব্যাপারে সম্মতিপত্র পাঠানো হয় পুর ও নগরোন্নয়ন দফতরে।
অন্যদিকে, পুরভোটের আগে দফায় দফায় উত্তপ্ত ত্রিপুরা, গ্রেফতার সায়নী ঘোষ। সায়নী ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে খোঁচা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "ওখানে গিয়ে চমকালে ধমকালে এটাই হবে। শুনেছি তৃণমূলের অনেকেই ত্রিপুরা যাওয়ার টিকিট কেটেছিল। পরে বাতিল করেছে।"