North 24 Pargana: কাউন্সিলর বনাম বিধায়কের দ্বন্দ্ব, জল গড়াল ব্যারাকপুরের পুলিশ কমিশনারের দফতর পর্যন্ত
ভাটপাড়ায় ফের প্রকাশ্যে চলে এল তৃণমূল কাউন্সিলর ও তৃণমূল বিধায়কের দ্বন্দ্ব! সত্যেন রায় বনাম সোমনাথ শ্যামের গোষ্ঠীর মধ্যে কোন্দল জল গড়াল ব্যারাকপুর পুলিশ কমিশনারের দফতর পর্যন্ত।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ভাটপাড়া পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের ২ গোষ্ঠীর কোন্দল পৌঁছল ব্যারাকপুরের পুলিশ কমিশনারের দফতর পর্যন্ত। ভাটপাড়া পুরসভার ১০ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ব্যারাকপুরের সিপির কাছে অভিযোগ। অভিযোগপত্রে সই করলেন ২৫ জন কাউন্সিলর।
ভাটপাড়ায় ফের প্রকাশ্যে চলে এল তৃণমূল কাউন্সিলর ও তৃণমূল বিধায়কের দ্বন্দ্ব! সত্যেন রায় বনাম সোমনাথ শ্যামের গোষ্ঠীর মধ্যে কোন্দল জল গড়াল ব্যারাকপুর পুলিশ কমিশনারের দফতর পর্যন্ত। ভাটপাড়ার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেন সোমনাথ শ্যাম ঘনিষ্ঠ কাউন্সিলররা।
ব্যারাকপুরের পুলিশ কমিশনারের অফিসে জমা দেওয়া অভিযোগপত্রে সই করলেন ২৫ জন কাউন্সিলর। ভাটপাড়ার ১১ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তরুণ সাউ-এর কথায়, আমরা সিপির কাছে অভিযোগ জানাতে এসেছিলাম আমাদের একজন কাউন্সিলর বোর্ড মিটিংয়ে, স্টেজে আমাদের চেয়ারম্যান ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে মিথ্যে কথা বলছেন।
পাল্টা তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়। তৃণমূলের এই দ্বন্দ্ব নিয়ে একযোগে কটাক্ষ করেছে বিজেপি ও সিপিএম। সিপিএমের রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় বলছেন, ভাটপাড়া পুরসভায় যা হচ্ছে তা হল অর্জুনের সঙ্গে সোমনাথের লড়াই। তোলাবাজি নিয়ে ঝামেলা এই অস্বস্তি কীভাবে সামাল দেবে তৃণমূল, তার উত্তর ভবিষ্য়তের গর্ভে।
আগেও দ্বন্দ্ব: এর আগেও একাধিকবার তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। পঞ্চায়েত ভোটের আগে নেতায় নেতায় সংঘাত মেটাতে বৈঠক করলেন দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি। টিটাগড়ে এই বৈঠকে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ, দমদমের সাংসদ সৌগত রায় উপস্থিত হলেও, ছিলেন না মদন মিত্র। ভাটপাড়ায় অর্জুন ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর ও বিধায়কের মধ্যে টানাপোড়েন মেটাতে উদ্যোগী হয়েছে জেলা নেতৃত্ব।
কখনও দুই সাংসদের মধ্যে কথার লড়াই!কখনও বিধায়কের বিরুদ্ধে আঙুল তুলছেন কাউন্সিলর। কখনও প্রশ্ন উঠছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। ঘরের মধ্যে...ঘরের বাইরে...বিভিন্ন বিষয়ে নাজেহাল, তৃণমূলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব এবার নেতাদের মধ্যে সমন্বয় আনার চেষ্টা শুরু করল। সূত্রের খবর, শুক্রবার টিটাগড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার প্রস্তুতি বৈঠকের মধ্যেই
সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি। সম্প্রতি আনন্দপুরীতে স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে কার্যত সংঘাতে জড়িয়ে পড়েন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ও দমদমের সাংসদ সৌগত রায়।