Jyotipriyo Mallick: 'সিপিএমের সঙ্গে চলব না, বিয়েবাড়ি থাকলে যাব না', ফের হুঁশিয়ারি বনমন্ত্রীর
North 24 Parganas: যদিও অন্য সুর শোনা গিয়েছে ফিরহাদ হাকিমের গলায়
উত্তর ২৪ পরগনা: ২০১১ সালের মতোই একই সুরে সিপিএমকে নিশানা বনমন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিকের। সিপিএমের সঙ্গে সামাজিক দূরত্ব তৈরির বার্তা দিলেন বনমন্ত্রী।
কী বললেন তিনি:
বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, 'সিপিএমের সঙ্গে চলব না, বিয়েবাড়িতে থাকলে যাব না। বৈবাহিক সম্পর্ক তৈরি করব না, চায়ের দোকানে গল্প করব না। ২০১১-য় একটা স্লোগান দিয়েছিলাম, সেটা আজও প্রযোজ্য। আমি সিপিএমের সঙ্গে চলার পক্ষপাতি নই।'
যদিও অন্য সুর শোনা গিয়েছে ফিরহাদ হাকিমের গলায়। ফিরহাদ বলেন, 'আগে মানুষ, পরে দল। সিপিএম এর বাড়ির কেউ অসুস্থ হলে কাউন্সিলর, এমএলএ হিসেবে আমার কর্তব্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো। সিপিএম বাড়ির কেউ মারা গেলে আমি শ্মশানযাত্রী হব। এটা আমার মানবিক কর্তব্য। আগে মানুষ পরে দল। সামাজিক বয়কট সিপিএম করত। আমরা এসবে বিশ্বাস করি। আমরা বিবেকানন্দের কথা বিশ্বাস করি।'
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার নাইসার ভাইস প্রেসিডেন্ট, সামনে এল কী তথ্য়