(Source: ECI/ABP News/ABP Majha)
North and South Dinajpur Weather Update: বেলা বাড়লেই গরমের অস্বস্তি ! আজ কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?
Weather Update: আজ উত্তরে আংশিক মেঘলা থাকবে আকাশ। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। তবে সারাদিন বৃষ্টির সম্ভাবনা কম উত্তর দিনাজপুরে।
Weather Update: আজ উত্তরে আংশিক মেঘলা থাকবে আকাশ। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। তবে সারাদিন বৃষ্টির সম্ভাবনা কম উত্তর দিনাজপুরে। তাপমাত্রায় সেরকম কোনও বদল হবে না। আজ সকাল ৯টার আবহাওয়া বলছে, বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৭০ শতাংশ। জেলায় বাতাস বইছে ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে। সকালেই জেলার তাপমাত্রা ছুঁয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বড়াতে পারে।
South Dinajpur Weather update: উত্তর দিনাজপুরেরের সঙ্গে তেমন পার্থক্য নেই দক্ষিণের। তবে মেঘের দিকে দেখলে, আজ সারাদিন জেলার বেশিরভাগ আকাশে মেঘ থাকবে। জেলার দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন সকালের আবহাওয়া বলছে দক্ষিণে (South Dinajpur) বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৭৩ শতাংশ। সকালেই জেলার তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ১৩ কিলোমিটার। বেলা ১২টার দিকে হালকা বৃষ্টি হতে পারে জেলায়। তবে তাতে তাপমাত্রা কমার সম্ভাবনা কম।
West Bengal Weather: আবহাওয়ার পূর্বাভাস বলছে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ। যার জেরে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ওড়িশা হয়ে ছত্তীসগঢ়মুখী এই নিম্নচাপ। শক্তি বাড়ালেও বাংলায় ততটা প্রভাব পড়বে না বলেই মত হাওয়া অফিসের। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল। কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা কম।
Weather update: উপকূলে কী হবে ?
অন্যদিকে, ভরা কটালের সঙ্গে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হবে। উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস বাড়বে। ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দিঘা, মন্দারমণি, তাজপুর, বকখালি, সাগর দ্বীপে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে।