North and South Dinajpur Weather Update: দিনভর বৃষ্টিতে নাজেহাল হবে জেলা ? কেমন যাবে দুই দিনাজপুরের আবহাওয়া ?
Weather Update: নিম্নচাপের জেরে আজও দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে।
Weather Update: নিম্নচাপের জেরে আজও দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে। সকাল থেকেই জেলার বহু অংশে বৃষ্টি শুরু হয়েছে। সকাল ৮টার আবহাওয়া বলছে, জেলায় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৮৬ শতাংশ। ১১ কিমি বেগে বইছে জেলার বাতাস। সকালে তাপমাত্রা নেমে এসেছে ২৭ ডিগ্রি সেলসিয়াসে। আজ থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে জেলায়। সেই ক্ষেত্রে বজ্রবিদ্যু সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে জেলার কিছু অংশে। রাত পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি।
South Dinajpur Weather update: উত্তরের বৃষ্টির প্রভাব পড়তে পারে দক্ষিণেও। আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ দিনাজপুরে। সকাল থেকেই জেলার বেশিরভাগ অংশে বৃষ্টি শুরু হয়েছে। বাতাসে আদ্রতার পরিমাণ ছাড়িয়েছে ৯১ শতাংশ। সকালে জেলার তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় ৩ কিলোমিটার। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে এই বৃষ্টি সারাদিন থাকতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া: হাওয়া অফিস বলছে,কয়েকদিন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির হতে পারে। একই পরিস্থিতি হকে পারে দক্ষিণবঙ্গে। সেখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে কলকাতা ও পাশ্ববর্তী জেলায় বৃষ্টি পরিমাণ বাড়বে।
আজ উত্তরবঙ্গের জেলার তাপমাত্রা কেমন থাকতে পারে ?
দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
কালিম্পঙে সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
কোচবিহার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস।
জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ারে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা কেমন থাকতে পারে ?
বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।
নদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।