North Bengal Weather: তুষারপাতে ঢাকতে পারে দার্জিলিঙ, রবিবার কেমন থাকবে শৈলশহর-উত্তরবঙ্গের আবহাওয়া?
Darjeeling Weather: আগামী ৪-৫ দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে?
![North Bengal Weather: তুষারপাতে ঢাকতে পারে দার্জিলিঙ, রবিবার কেমন থাকবে শৈলশহর-উত্তরবঙ্গের আবহাওয়া? North Bengal Weather Cold Wave Darjeeling may be covered with snow 21 January Forecast North Bengal Weather: তুষারপাতে ঢাকতে পারে দার্জিলিঙ, রবিবার কেমন থাকবে শৈলশহর-উত্তরবঙ্গের আবহাওয়া?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/dcb391bdea937172b60baa1f6b0a1deb1705733466134223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সঞ্চয়ন মিত্র, কলকাতা : উত্তর ভারতের জেড স্ট্রিম উইন্ড ছাড়া আর সেভাবে কোন সিস্টেম নেই। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি।
এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে কুয়াশার দাপট। আগামী ৪-৫ দিন কুয়াশার প্রভাব থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টি চলবে।দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। আগামী দু'দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে তারপর দু-তিন দিন একই রকম তাপমাত্রা।
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদা
এক নজরে দেখে নেওয়া যাক, উত্তরবঙ্গের তাপমাত্রা নিয়ে কী বলছে মৌসম ভবনের ওয়েবসাইট ( mausam.imd.gov.in )
Date: 2024-01-19 | |||||||
Station | Max Temp (oC) | Dep. from Normal | Min Temp (oC) | Dep. from Normal | RH at 0830IST | RH at 1730IST | Rainfall (mm) |
Coochbehar | 21.6 (18/01) | -2 | 7.4 | -2 | 90 | 84 (18/01) | NIL |
Darjeeling | 11.2 (18/01) | 0 | 2.4 | 1 | 88 | 75 (18/01) | NIL |
Jalpaiguri | 23.7 (18/01) | 0 | 8.1 | -2 | 100 | 71 (18/01) | NIL |
Kalimpong | 13.0 (18/01) | -3 | 8.5 | 2 | 84 | 65 (18/01) | NIL |
উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল। দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক এবং কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।
আরও পড়ুন, শীতের আমেজ ফিরল বাংলায়, মাসের শেষে বাড়বে আরও দাপট?
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে সকালে কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। ঘন কুয়াশার হলুদ সতর্কতা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া ও বর্ধমান সহ সংলগ্ন এলাকায়। হালকা থেকে মাঝারি কুয়াশা কলকাতা সহ রাজ্যের বাকি জেলাতে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল থেকে আবহাওয়ার উন্নতি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)