বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি, গুরুতর জখম ২, মৃত্যু ১ মহিলার
হাসপাতাল সূত্রে খবর, গুলিবিদ্ধ হয়ে মৃত ১ মহিলা
উত্তর দিনাজপুর: রায়গঞ্জের দেবীনগরে শ্যুটআউট। বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ২ মহিলা সহ গুলিবিদ্ধ ৩ জন, মৃত ১ মহিলা। গুলিবিদ্ধদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, গুলিবিদ্ধ হয়ে মৃত ১ মহিলা। এদিন ৩ থেকে ৪ জনের দুষ্কৃতীদল গুলি চালায় বলে অভিযোগ। কী কারণে গুলি? তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ।
গত ২৩ সেপ্টেম্বর বাড়িতে ঢুকে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছিল। বাধা দেওয়ায় গৃহকর্তার ৭০ বছরের মায়ের মাথায় রডের বাড়ি দেওয়া হয়। ভয়ঙ্কর এই ছবি রায়গঞ্জ শহরের। ভিডিও ভাইরাল হতেই ছড়িয়েছে চাঞ্চল্য ছড়ায়। এদিন ভোরে ঘটনাটি ঘটে। রায়গঞ্জ শহরে বন্দর আদি মন্দিরের সেবায়েত মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়। মন্দির লাগোয়া চট্টোপাধ্যায় পরিবারের বাড়ি।
গৃহকর্তার অভিযোগ, এদিন ভোরে তাঁর মা চিত্রা চট্টোপাধ্যায় দরজা খুলতেই রড হাতে বাড়িতে ঢুকে পড়েন প্রতিবেশী রামু সাহা। গাড়ি ভাঙচুর করেন। বাধা দেওয়ায় গৃহকর্তার মায়ের মাথায় পড়ে রডের বাড়ি। সেখানেই লুটিয়ে পড়েন প্রৌঢ়া। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রায়গঞ্জ থানায় প্রতিবেশীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে প্রৌঢ়ার পরিবার। অভিযুক্ত পলাতক।
গত ১৪ সেপ্টেম্বর হুগলির রিষড়ায় সাত সকালে শ্যুটআউটের (Shootout) ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, রিষড়ার এস কে নগর এলাকার বাসিন্দা মিথিলেশ কুমার যাদব আজ সকালে বাড়ি থেকে বেরোতেই তাঁর ওপর হামলা হয়। ওই ব্যবসায়ীর বাড়ির কাছেই দুটি মোটরবাইক নিয়ে অপেক্ষা করছিল চার যুবক। মিথিলেশ বেরোতেই তাঁকে পিছন থেকে গুলি করে চম্পট দেয় অভিযুক্তরা। ওই যুবকের কোমরে গুলি লাগে। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এলাকার কয়েকজনের টাকাপয়সা নিয়ে সম্প্রতি বিবাদ হয়েছিল আহত যুবকের। এই ঘটনার সঙ্গে তার কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখতে শুরু করে পুলিশ।
আরও পড়ুন: মঙ্গল-বুধ দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
আরও পড়ুন: Calcutta HC on Bhabanipur Bypoll: মঙ্গলবার ভবানীপুর উপনির্বাচন মামলার রায়দান হাইকোর্টে