Govt Hospital: 'ফাঁকা ঘরে ডেকে...' সরকারি হাসপাতালেই এবার স্বাস্থ্যকর্মীকে নিগ্রহ! ভয়ঙ্কর অভিযোগ
'রাতে ডিউটির সময় ওষুধ দেওয়ার নাম করে ডেকে নির্যাতন', হাসপাতালেরই একটি ফাঁকা ঘরে ডেকে ধর্ষণের অভিযোগ

বিটন চক্রবর্তী, পাঁশকুড়া: সরকারি হাসপাতালেই এবার স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ! চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে হাসপাতালেই ধর্ষণের অভিযোগ। ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। 'রাতে ডিউটির সময় ওষুধ দেওয়ার নাম করে ডেকে নির্যাতন', হাসপাতালেরই একটি ফাঁকা ঘরে ডেকে ধর্ষণের অভিযোগ। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালেই ধর্ষণের অভিযোগ।
শুধু একজন নয়, আরও ২ চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ। ঠিকাদার সংস্থার ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের, কোলাঘাট থেকে অভিযুক্ত গ্রেফতার। কোলাঘাট থেকে গ্রেফতার ধর্ষণে অভিযুক্ত জাহির আব্বাস খান। রিল্যায়েবল সার্ভিস লিমিটেডের ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস। শাসক দলের মদতেই দিনের পর দিন অভিযুক্তের দৌরাত্ম্য, দাবি বিজেপির। 'কেউ দলের নাম নিতেই পারে, দোষী হলে শাস্তি পাবে', অভিযুক্ত নিয়ে বিজেপির অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের।
কাঠগড়ায় ওই হাসপাতালের এক ঠিকাদার সংস্থার আধিকারিক। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের এক ওর্য়াড গার্ডের দাবি, তিনি যে ঠিকাদার সংস্থার অধিনে কাজ করেন সেই রিল্যাবল সার্ভিস প্রাইভেট লিমিটেডের ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান গতকাল কাজের অছিলায় ডেকে, হাসপাতালেরই একটি ফাঁকা ঘরে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
তবে এদিনই প্রথম নয় এর আগেও তাকে নানাভাবে শারিরীক নিগ্রহ করেন ওই ব্যাক্তি। শুধু তসি নয়, ওই ব্যাক্তির লালসার শিকার হয়েছেন একাধিক মহিলা, এমনটাই অভিযোগ। এই বিষয়ে কেউ প্রতিবাদ করতে গেলে তাকে নানাভাবে হুমকি ভয় দেখানো হতো। জাহির আব্বাস খানের অত্যাচারের হাত থেকে রেহাই পেতেন না পুরুষ স্বাস্থ্যকর্মীরাও।
হাসপাতাল কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি, এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। আজকে হাসপাতালের সহকারী সুপারের ঘরের বাইরে বিক্ষোভ দেখান অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাঁশকুড়া থানার পুলিশ।






















