Paschim Bardhaman : মর্মান্তিক দুর্ঘটনা, সাইকেল আরোহীকে পিষে দিল বালি বোঝাই লরি, ডামরায় উত্তেজনা
Asansol : মাস ছয়েক আগে বার্নপুর রিভার সাইডে দামোদরের নাব্যতা বাড়ানোর জন্য এক সংস্থাকে বরাত দিয়েছে রাজ্য। নদীবক্ষ থেকে বালি তোলার পরে তা বোঝাই করা লরিগুলি আসানসোল শহরের মধ্যে দিয়েই যাতায়াত করে।
কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান : সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) ডামরায় সাইকেল আরোহীকে পিষে দিল বালি বোঝাই লরি। হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম গরিবন ধারি। বয়স ৫৫ বছর। ফের একবার বালি বোঝাই লরির ধাক্কায় সাধারণ মানুষের মৃত্যু ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ডামরা। ঘাতক লরির চালক পলাতক।
স্থানীয়দের একাংশ ভাঙচুর চালায় কয়েকটি লরিতে। রাস্তায় শুরু হয় বিক্ষোভ। আসানসোল দক্ষিণ থানা (Asansol South Police Station) থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। কিছুদিন আগে বার্নপুরেও বালি বোঝাই লরি পিষে দেওয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছিল। একমাসের মধ্যে আসানসোলে এটি দ্বিতীয় ঘটনা। মাসখানেক আগে হীরাপুর থানা এলাকার বার্নপুরে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় দুই মোটরবাইক আরোহীর। সেবার মৃত্যুর পর কার্যত শোরগোল পড়ে গিয়েছিল শিউরে ওঠা ভিডিও সামনে আসায়। যেখানে সিসি ক্যামেরায় ধরা পড়েছিল। দ্রুত গতিতে এসে বাইকে দাঁড়ানো দু'জনকে পিষে দিচ্ছে একটি বালি বোঝাই লরি।
বেপরোয়া লরির দাপটেই মৃত্যু !
মাস ছয়েক আগে বার্নপুর রিভার সাইডে দামোদরের নাব্যতা বাড়ানোর জন্য Reach dredging ltd নামে এক সংস্থাকে বরাত দিয়েছে রাজ্য। নদীবক্ষ থেকে বালি তোলার পরে তা বোঝাই করা লরিগুলি আসানসোল শহরের মধ্যে দিয়েই যাতায়াত করে। অভিযোগ অসময়ে বেপরোয়া লরির দাপটেই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। যদিও এই বিষয়ে টেন্ডার প্রাপ্ত সংস্থার পাল্টা দাবি, সময় মেনেই লরি চলাচল করে।
পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ
প্রসঙ্গত, মাসখানেক আগে বালি বোঝাই বেপরোয়া লরির ধাক্কায় তৃণমূল কর্মীর মৃত্যু হওয়ার পরে পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন খোদ শাসকদলের নেতাই ! আসানসোলের ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র বলেছিলেন, 'প্রত্যক্ষদর্শীরা বলেছে, ওভারলোডেড ট্রাক মেরে দিয়েছে, বারবার ওভার বালু লোডেড, যে কোম্পানিটা করে, কী সত্ত্ব পেয়েছে, কাদের এর পিছনে মদত আছে, আমার জানা যায়, এই যে বালি চুরি, বালু তোলাবাজির অ্যাগেইনস্টে বলায় প্রশাসন একটাই কাজ করেছে, সিকিওরিটি তুলে নিয়েছে, সবাই জানেন এখানে ৩০০ টাকা করে তোলা হচ্ছে, সরকারটা বদনাম হচ্ছে। এর দায়টা কে নেবে?'
আরও পড়ুন- বচসা, হাতাহাতির মাঝে পান দোকানির পেটে কাঁচি ঢুকিয়ে দিল সেলুন মালিক, খড়গপুরে চাঞ্চল্য