Durgapur : দুর্গাপুরে 'দুয়ারে সিপিএম', দ্রুত পুরভোটের দাবিতে ‘আপনার মতামত’ কর্মসূচিও
CPM : সিপিএম সূত্রে খবর, আগামী ২২ নভেম্বর দুর্গাপুর পুরসভা ও ৫টি বরো অফিসের সামনে দ্রুত ও স্বচ্ছ ভোটের দাবিতে বিক্ষোভ দেখানো হবে।
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান : পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর পুরসভার (Durgapur Municipality) মেয়াদ শেষ হয়েছে সেপ্টেম্বরে। দ্রুত ও স্বচ্ছভাবে পুরভোট করানোর দাবিতে ভোটারদের মতামত সংগ্রহের কর্মসূচি নিয়েছে সিপিএম। বামেদের এই দাবিকে সমর্থন করছে বিজেপি (BJP)। তবে কটাক্ষ করেছে তৃণমূল (TMC)।
‘দুয়ারে সিপিএম’
দ্রুত পুরভোটের দাবিতে এবার ‘দুয়ারে সিপিএম’। দুর্গাপুর পুরসভার মেয়াদ শেষ হয়েছে গত ৫ সেপ্টেম্বর। তারপর থেকে ৫ জনের প্রশাসকমণ্ডলী কাজ চালাচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত দুর্গাপুর পুরসভার ভোট করানোর দাবিতে, ভোটারদের দরজায় যাওয়ার কর্মসূচি নিয়েছে সিপিএম। প্রসঙ্গত, মঙ্গলবার সিপিএমের তরফে দুর্গাপুরে মিছিল করা হয়। বুধবার থেকে শুরু হয়েছে ‘আপনার মতামত’ কর্মসূচি। চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।
'আপনার মতামত'
সিপিএম সূত্রে খবর, দুর্গাপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ২০ হাজার বাসিন্দার মতামত সংগ্রহ করা হবে। এই কর্মসূচি অনুযায়ী, ভোটারদের দরজায় প্রশ্নমালা নিয়ে পৌঁছে যাচ্ছেন সিপিএম কর্মীরা। স্বচ্ছ পুরভোট করানো, কল-কারখানা খোলা, দুর্নীতি ইস্যুতে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের মতামত লিখে নিচ্ছেন তাঁরা।
আবার কোথাও কোথাও ভোটারদের মতো, দুর্গাপুর পুরসভার বাসিন্দারা তাদের মতামত লেখা কাগজ, বাক্সে জমা দিচ্ছেন। পশ্চিম বর্ধমানের সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেছেন, 'নির্ধারিত সময় ভোট করতে হবে। পুর পুরসভা ব্যাহত হচ্ছে'।
রাজনৈতিক চাপানউতোর
সিপিএমের দ্রুত, স্বচ্ছ পুরভোটের দাবিকে সমর্থন জানিয়েছে বিজেপি। পশ্চিম বর্ধমানের বিজেপির জেলা সম্পাদক অভিজিত্ দত্ত বলেছেন, 'সিপিএমের এই দাবিকে আমরা সমর্থন জানাচ্ছি। আমাদেরও দাবি, নির্বিঘ্নে ভোট হোক'। তবে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। দুর্গাপুর পুরসভার বিদায়ী বরো চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রমাপ্রসাদ হালদার বলেছেন, '৩৪ বছরে সিপিএম যা করেছে, মানুষ তা বুঝে গেছে। ওদের পায়ের তলার মাটি সরে গেছে। মানুষ সরে গেছে। এখন এ সব করে প্রচারে আসতে চাইছে।'
সিপিএম সূত্রে খবর, আগামী ২২ নভেম্বর দুর্গাপুর পুরসভা ও ৫টি বরো অফিসের সামনে দ্রুত ও স্বচ্ছ ভোটের দাবিতে বিক্ষোভ দেখানো হবে।
এদিকে, পঞ্চায়েত ভোটের দিকে লক্ষ্য রেখে কোচবিহারে জনসংযোগে জোর দিয়েছে তৃণমূল। বুধবার মহিষবাথানে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে অভাব অভিযোগের কথা শোনেন তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী। দেওয়ানহাটে চায়ের আড্ডায় কর্মীদের সঙ্গে আলোচনা করলেন জেলা সভাপতি। যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
আরও পড়ুন- পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর তৃণমূলের, বাড়িতে-দোকানে তৃণমূল নেতৃত্ব