Paschim Medinipur News: ভিতরে ছিলেন ৫ জন, ওড়িশায় রোগী নিয়ে যাওয়ার পথেই কন্টেনারে ধাক্কা অ্যাম্বুলেন্সের, মর্মান্তিক পরিণতি !
Road Accident: দুর্ঘটনার পর প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, দৃশ্যমানতা কম থাকার কারণে এই দুর্ঘটনা।
অমিত জানা, দাঁতন (পশ্চিম মেদিনীপুর ) : সকাল থেকে ঘন কুয়াশা। যার জেরে এমনিতেই ব্যাহত যান চলাচল। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ঘটে গেল ম্রমান্তিক দুর্ঘটনা। একটি কন্টেনারের পিছনে অ্যাম্বুল্যান্সের ধাক্কার জেলের মৃত ১ ও আহত ৪ জন। ওড়িশার কটকে রোগী দেখাতে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায় অ্যাম্বুল্যান্সটি। চালকের মৃত্যু, অ্যাম্বুল্যান্সের ভিতরে থাকা ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বিস্তারিত...
দুর্ঘটনার পর প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, দৃশ্যমানতা কম থাকার কারণে এই দুর্ঘটনা। সকালে ঘন কুয়াশার জেরেই কম ছিল দৃশ্যমানতা। চন্দ্রকোণা থেকে ওড়িশায় রোগী নিয়ে যাচ্ছিল একটি অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সে চালক-সহ ৫ জন ছিলেন। দৃশ্যমানতা কম থাকার কারণে দাঁতনের বামুন পুকুরের কাছে একটি কন্টেনারের পিছনে সজোরে গিয়ে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। সঙ্গে সঙ্গে দুমড়ে মুচড়ে যায় অ্যাম্বুলেন্সটি। ঘটনাস্থলে দাঁতন থানার পুলিশ গিয়ে অ্যাম্বুলেন্সের চালককে গুরুতর অবস্থায় উদ্ধার করে। তাঁকে দাঁতন গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। বাকি ৪ জনের দাঁতন গ্রামীণ হাসপাতালেই চিকিৎসা শুরু হয়। কিন্তু, পরিস্থিতি গুরুতর থাকায় তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
রাজ্যজুড়ে কুয়াশার দাপট। তার প্রভাব পড়েছে ট্রেন ও ফেরি চলাচলে। হাওড়ার ২টি শাখায় ট্রেন চলাচল ব্যাহত। পূর্ব রেলের হাওড়া ডিভিশনের একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে ঢুকছে। রাজধানী এক্সপ্রেস, জোধপুর এক্সপ্রেস, মুম্বই মেল ভায়া এলাহাবাদ, বিভূতি এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস, একাধিক দূরপাল্লার ট্রেন দেরিতে ঢুকছে-ছাড়ছে। দক্ষিণ পূর্ব রেলেরও একাধিক দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে। হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু কুয়াশায় ঢেকে যাওয়ায় ধীর গতিতে যান চলাচল করছে। অন্যদিকে, ঘন কুয়াশার কারণে সাগরের ভেসেল পরিষেবা বন্ধ। নদীপথে পরিবহণ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা বেড়েছে। কাকদ্বীপের লট এইট ও সাগরের কচুবেড়িয়ার জেটিঘাটে প্রচুর মানুষ ও পুণ্যার্থী পারাপারের অপেক্ষায় রয়েছেন।
পৌষে উধাও শীত। তার জায়গা নিয়েছে ঘন কুয়াশা। কলকাতা-সহ আজ দক্ষিণবঙ্গের ১০ জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও কুয়াশার দাপট। দু’-এক জায়গায় শীতল দিনের
পরিস্থিতি। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় গায়েব শীত। ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২। বুধবার থেকে হাওয়া বদল। ফের নামতে পারে পারদ। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা।