(Source: ECI/ABP News/ABP Majha)
Paschim Medinipur: একই পড়ুয়াকে একইদিনে পরপর করোনা টিকার দুই ডোজ! ঘটনায় ছড়াল চাঞ্চল্য
Covid Vaccination in School: যদিও ভুলস্বীকার করে দাবি প্রধান শিক্ষকের, ‘পড়ুয়া ভয়ে মিথ্যে বলছে ভেবে ভুল করে দ্বিতীয় টিকা।
কলকাতা: একই পড়ুয়াকে একইদিনে পরপর করোনা টিকার দুই ডোজ। পশ্চিম মেদিনীপুরের ডেবরার একটি স্কুলের ঘটনা। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমবার টিকা নেওয়ার পর জানানো সত্ত্বেও দ্বিতীয়বার টিকা দেওয়ার অভিযোগ উঠেছে।
এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ভুলস্বীকার করে দাবি প্রধান শিক্ষকের, ‘পড়ুয়া ভয়ে মিথ্যে বলছে ভেবে ভুল করে দ্বিতীয় টিকা। ঘটনার কথা জানতে পেরেই চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে।' প্রধান শিক্ষক জানিয়েছেন, সুস্থ আছে ওই পড়ুয়া। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের সিএমওএইচ।
আরও পড়ুন, রাজ্যে দৈনিক সংক্রমণ ১০ হাজারের বেশি, ফের বাড়ল মৃত্যু
দেশজুড়ে এবার বারো ঊর্ধ্বদেরও ভ্যাকসিনেশন (Vaccination) প্রক্রিয়া শুরু হয়েছে। কো-উইন (Co-WIN) পোর্টালের তথ্য অনুসারে, এ পর্যন্ত প্রায় সাড়ে ৩ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৫ থেকে ১৭ বছর বয়সীদের। আরও প্রায় চার কোটি ভ্যাকসিন ১৫ থেকে ১৭ বছর বয়সীদের দেওয়া হবে। তারপরেই শুরু হবে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ। দেশে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে (Covaxin) ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই (DCGI)।
অন্যদিকে, ১৫ থেকে ১৮ বয়সী যারা স্কুল পড়ুয়া নয়, তাদের দ্রুত ভ্যাকসিনেশনে জোর দিল কলকাতা পুরসভা। আজ উল্টোডাঙায় পুরসভার তরফে হয় সচেতনতামূলক প্রচার। ১৫ থেকে ১৮ বয়সীদের পুরসভার কোভ্যাক্সিন সেন্টারে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। গতকালই মেয়র ফিরহাদ হাকিম এই নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। যেসব স্কুলে ভ্যাকসিনেশন হচ্ছে না, সেই স্কুলের পড়ুয়ারাও পরিচয়পত্র দেখিয়ে পুরসভার কোভ্যাক্সিন সেন্টারে পাবে ভ্যাকসিন।