Patna Hospital Murder: পাটনার হাসপাতালে ঢুকে কয়েদি খুন, বাংলা থেকে গ্রেফতার ৫
Patna News: পাটনার হাসপাতালে ঢুলে চন্দন মিশ্র নামের এক কয়েদিকে খুন করে ৫ জন। সিসিটিভিতে ধরা পড়েছিল সেই ছবি। এই ৫ জনকেই গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে।

Patna Hospital Murder: পাটনার হাসপাতালে ঢুকে কয়েদি খুন, খুনিদের খোঁজ পশ্চিমবঙ্গে, খবর সূত্রের। STF ও পাটনা পুলিশের হাতে গ্রেফতার ৫ অভিযুক্ত। ৫ ধৃতকে জেরা করে পিছনে আরও কে আছে, তার খোঁজ চালানো হচ্ছে। গতকাল চন্দন মিশ্র খুনের ঘটনায় জোড়া FIR দায়ের করা হয়েছিল। খুনের ঘটনায় মোট ৬জন জড়িত আছে বলে সন্দেহ পুলিশের। ৫ জন বন্দুকধারী হাসপাতালে ঢুকেছিল, ১ জন অপেক্ষা করছিল বাইরে, ধারণা পুলিশের। যে ৫ জন হাসপাতালে ঢোকে, তাদের সবার ছবি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। বক্সারের বাসিন্দা নিহত চন্দনের বিরুদ্ধে এক ডজন খুনের মামলা রয়েছে। পাটনার ঘটনায় বাংলা থেকে দুষ্কৃতীদের গ্রেফতারের ঘটনায় স্বভাবতই এ রাজ্যের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে।
পাটনার বেউড় জেল থেকে প্যারোলে চিকিৎসা করাতে পাটনার হাসপাতালে এসেছিলেন। সিসিটিভি ফুটেজে প্রথমে যে ব্যক্তিকে দেখা গিয়েছে তার নাম তৌসিফ বলে শোনা যাচ্ছে। হাসপাতালে বাইরে দাঁড়িয়ে থাকা একজন সমতে, মোট ৬ জন দুষ্কৃতী ছিল। ঘটনার পর থেকেই ফেরার ছিল এই ৬ জন। পুলিশের অনুমান, বাংলার জেলে বন্দি থাকা গ্যাংস্টার শেরুর হাত রয়েছে এই ঘটনায়। পুরুলিয়ার জেলে ইতিমধ্যেই শেরুকে পুলিশ জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে, ঘটনার দিন তারাই হাসপাতালে ছিল কিনা সেই ব্যাপারে খোলসা করে কিছু জানায়নি পুলিশ। তবে এই ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের আদালতে পেশ করা হবে। তারপর বিহারে নিয়ে যাওয়া হবে বলে খবর। কার বা কাদের নির্দেশে হাসপাতালের ভিতর এই হত্যাকাণ্ড চালানো হয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
গত বৃহস্পতিবার, বিহারের পাটনার হাসপাতালে গুলিবৃষ্টি হয়। হাসপাতালে চিকিৎসা করাতে আসা কয়েদির উপর গুলি চালায় দুষ্কৃতীরা। হাসপাতালে ঢুকে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিবৃষ্টির ঘটনায় নিহত হয় এক কয়েদি। জানা যায়, প্যারোলে ছিলেন কয়েদি চন্দন মিশ্র। চিকিৎসার কারণে তাঁকে আনা হয়েছিল হাসপাতালে। গুলিতে নিহত হন কয়েদি চন্দন মিশ্র। বক্সারের বাসিন্দা চন্দন মিশ্রর নামে অন্তত এক ডজন খুনের মামলা রয়েছে বলে খবর। অসুস্থ চন্দন মিশ্রকে চিকিৎসার জন্য প্যারোলে পারস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চন্দন মিশ্রর রাইভাল গ্যাং চন্দন শেরুর গ্যাং খুনের পিছনে রয়েছে, দাবি করেছিল SSP।























