![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
India Post Update: ডাকঘরের স্বীকৃতি, এবার চালু বর্ধমানের সীতাভোগ ও মিহিদানার ছবি ও তথ্য সম্বলিত খাম
মিহিদানা ও সীতাভোগকে এই প্রথম কোনো সরকারি বিভাগ স্বীকৃতি দেওয়ায় স্বভাবতই খুশি মিষ্টান্ন ব্যবসায়ীরা।
![India Post Update: ডাকঘরের স্বীকৃতি, এবার চালু বর্ধমানের সীতাভোগ ও মিহিদানার ছবি ও তথ্য সম্বলিত খাম India post recognizes Burdwan Sitabhog and Mihidana on their cover and envelope India Post Update: ডাকঘরের স্বীকৃতি, এবার চালু বর্ধমানের সীতাভোগ ও মিহিদানার ছবি ও তথ্য সম্বলিত খাম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/27/ce30c5b76dffdaf124d37a03a4afa532_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বর্ধমানের মিহিদানা ও সীতাভোগের জন্য এবার স্পেশাল কভার। সৌজন্যে ভারতীয় ডাকবিভাগ। শুক্রবারই বর্ধমান মুখ্য ডাকঘরে উদ্বোধন করা হল বিশেষ এই খাম।
বর্ধমানের সুস্বাদু সীতাভোগ ও মিহিদানার সুখ্যাতি বিশ্বজোড়া। ২০১৭ সালে জিওগ্রাফিকাল আইডেন্টিফিকেশন বা জিআই ট্যাগও পেয়েছে মিহিদানা সিতাভোগ। এবার ডাকবিভাগও স্বীকৃতি দিল এই দুই মিষ্টান্নকে। শুক্রবার বর্ধমানের সীতাভোগ ও মিহিদানার ছবি ও তথ্য সম্বলিত বিশেষ খাম বা স্পেশাল কভার চালু করা হল। সারা দেশের সব পোস্ট অফিসে ২০ টাকা মূল্যের এই খাম পাওয়া যাবে।
এদিন বর্ধমানে মুখ্য ডাকঘরে এক অনুষ্ঠানে সাউথ বেঙ্গল রিজিওনের পোস্টমাস্টার জেনারেল শশী সালিনী কুজুর এই খামের উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান বর্ধমান ডিভিশনের সুপার সৈয়দ ফ্রজ হায়দার নবী, বর্ধমান হেড পোস্ট মাস্টার মধুসূদন রায় ও বর্ধমান সিতাভোগ এন্ড মিহিদানা ট্রেডাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ সিংহ।
পোস্টমাস্টার জেনারেল শ্রীমতি শশী সালিনী কুজুর জানিয়েছেন, এর আগে পূর্ব বর্ধমান জেলার কালনার লালজি মন্দিরের ডাকটিকিট প্রকাশ করেছিল ডাকবিভাগ। এবার বর্ধমানের সীতাভোগ ও মিহিদানার খাম প্রকাশ করা হল।ফলে এর মাধ্যমে একদিকে ডাক বিভাগ ব্যবসা বাড়াতে পারবে। পাশাপাশি, সীতাভোগ ও মিহিদানার জিআই ট্যাগ পাওয়ার বার্তা দেশের কোণায় কোণায় পৌঁছে দিতে পারবে।
মিহিদানা ও সীতাভোগকে এই প্রথম কোনও সরকারি বিভাগ স্বীকৃতি দেওয়ায় স্বভাবতই খুশি মিষ্টান্ন ব্যবসায়ীরা।তাঁদের সরকারের কাছে অনুরোধ, রেল সহ আরো যে সমস্ত সরকারি সংস্থা রয়েছে, সেগুলিও যদি এই ধরনের স্বীকৃতিস্বরূপ কিছু করে, তাহলে তা একদিকে যেমন তাঁদের ব্যবসার শ্রীবৃ্দ্ধি ঘটাবে, চাহিদা বাড়াবে , পাশাপাশি বর্ধমানের মিহিদানা ও সীতাভোগ সম্বন্ধে সারা দেশের মানুষ জানতে পারবে। অন্যদিকে সীতাভোগ ও মিহিদানাকে ডাকবিভাগের স্পেশাল কভারে নিয়ে আসার জন্য গর্বিত বর্ধমানবাসীও।
আরও পড়ুন- Alipurduar : করোনা ত্রাসের মধ্যেই ডেঙ্গির থাবা আলিপুরদুয়ারে, আক্রান্ত ৬, মৃত্যু এক প্রৌঢ়ের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)